Advertisement
২০ মে ২০২৪
Sachin is not happy with batting influenced cricket

ব্যাটিং সর্বস্ব ক্রিকেট ‘না পসন্দ’ সচিনের

সংবর্ধিত হয়েছেন অধিনায়ক হিসেবে। কিন্তু বর্তমান ভারতীয় টেস্ট দল নিয়ে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার। বৃহস্পতিবার গ্রিনপার্কে তাঁর মনের কথা স্পষ্ট করেই জানিয়ে দিলেন। বর্তমান দল সম্পর্কে এক কথধায় সচিন বলে দিলেন, ‘‘অসাধারণ।’’

সচিন তেন্ডুলকর। ছবি: পিটিআই।

সচিন তেন্ডুলকর। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৫২
Share: Save:

সংবর্ধিত হয়েছেন অধিনায়ক হিসেবে। কিন্তু বর্তমান ভারতীয় টেস্ট দল নিয়ে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার। বৃহস্পতিবার গ্রিনপার্কে তাঁর মনের কথা স্পষ্ট করেই জানিয়ে দিলেন। বর্তমান দল সম্পর্কে এক কথধায় সচিন বলে দিলেন, ‘‘অসাধারণ।’’ আর তিনি বিশ্বাস করেন এই দলের সেই প্রতিভা রয়েছে যা দিয়ে তাঁরা পরের আরও এক যুগ রাজত্ব করবে বিশ্ব ক্রিকেটকে। বলেন, ‘‘সকলের মধ্যে দারুণ বোঝাপড়া। এই দলের সব থেকে ভাল দিক হল পুরো দলের বয়স কম। আর সকলেই একসঙ্গে বেশ কয়েক বছর ধরে খেলছে। আমার মনে হয় এই দল আগামী ৮-১০ বছর বিশ্ব ক্রিকেটকে পরিচালনা করবে।।’’

এই ভারতীয় দল নিয়ে মুগ্ধ সচিন। ঠিক যে ভাবে বিরাট কোহালি নিজেকে তৈরি করেছেন। প্রতিদিনের জীবনকে বেঁধেছেন একটা নিয়মে সেই দিকেই ইঙ্গিত করেছেন সচিন। তাঁকে সামনে রেখেই বিরাটের এগিয়ে যাওয়া। তাই সচিন মনে করেন, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করবে প্লেয়ারদের উপর। কী ভাবে তাঁরা নিজেদের জীবনের ভারসাম্য বজায় রাখবেন সঙ্গে ফিটনেস। বলেন, ‘‘আমাদের ছেলেদের মধ্যে আগুন আছে। দলের ভারসাম্যও খুব ভাল। যদি আমরা এই প্লেয়ারদের ধরে রাখতে পারি, অবশ্যই তার মধ্যে কিছু পরিবর্তন হবে, আর যদি প্লেয়াররা তাঁদের ফিটনেস ধরে রাখতে পারে, আমি বলতে পারি দারুণ উজ্জ্বল দিন আসছে সামনে।’’

যদিও ব্যাটসম্যান্স গেমস হয়ে যাওয়া ক্রিকেট নিয়ে ভাবার সময় এসেছে বলে মনে করছেন সচিন। বিশেষ করে ওয়ান ডে ও টি২০তে। তাঁর মতে, ‘‘খেলার মধ্যে ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য রাখতে হবে। কিন্তু সেই ভারসাম্য ঠিক নেই। কারণ পুরোটাই ব্যাটসম্যানের সপক্ষে হচ্ছে। টি২০তে কিছুটা বোলাররা সাহায্য পায়। ৩০০ রান একদিনের ম্যাচে এখন আর যথেষ্ট নয়। এমন একটা জায়গা হওয়া উতি যেখানে বোলিংয়ের চাপে থাকবে ব্যাটিং।’’

বৃহস্পতিবার সংর্বধনা পেয়ে খুশি সচিন। খুশি এমন এক ইতিহাসের সাক্ষী থাকতে পেরেও। বলেন, ‘‘এরকম একটা ইতিহাসের অংশ হয়েছি। আমার বিশ্বাস আমরা আগামী প্রজন্মকে উৎসাহিত করতে পারব। এবং আমাদের ছাপ থেকে যাবে চলে যাওয়ার পর।’’

আরও খবর

৯ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে ভারত

৫০০ টেস্টের মাইলস্টোন ছুঁয়ে সংবর্ধিত অধিনায়করা

রক্ষাকর্ত্রী দুর্গা মা আনন্দ উৎসবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sachin tendulkar India New Zealand 500th test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE