Advertisement
E-Paper

হংকংয়ে শেষ আটে উঠলেন সিন্ধু ও সাইনা

এক জন বাদে বাকি সব ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের কাছে হংকং ওপেন সুপার সিরিজের বৃহস্পতিবারটা ভাল গেল। পুরুষ-মেয়ে মিলিয়ে পাঁচ ভারতীয় সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন এ দিন। শুধু এইচ এস প্রণয় দ্বিতীয় রাউন্ডে জিততে পারেননি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ০৩:০৫

এক জন বাদে বাকি সব ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের কাছে হংকং ওপেন সুপার সিরিজের বৃহস্পতিবারটা ভাল গেল। পুরুষ-মেয়ে মিলিয়ে পাঁচ ভারতীয় সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন এ দিন। শুধু এইচ এস প্রণয় দ্বিতীয় রাউন্ডে জিততে পারেননি। মালয়েশিয়ান তারকা চোং ওয়েই ফেংয়ের বিরুদ্ধে প্রণয় এক গেম এগিয়ে থেকেও হারেন ২১-১৫, ১১-২১, ১৫-২১।

নইলে দুই হায়দরাবাদি তারকা সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধু তো বটেই, দ্বিতীয় রাউন্ডে জিতেছেন অজয় জয়রাম ও পুরুষদের জাতীয় চ্যাম্পিয়ন সমীর বর্মাও। সাইনা এ দিনও যথেষ্ট লড়ে জিতেছেন। জাপানের সায়াকা সাতোকে এ দিনের আগে ছয় বারে পাঁচ বার হারিয়েছেন। তাতেও এ দিন তাঁর বিরুদ্ধে জিততে প্রায় এক ঘণ্টা নেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রাক্তন এক নম্বর সাইনা। এই টুর্নামেন্টে পঞ্চম বাছাই ভারতীয় শেষ পর্যন্ত তিন গেমের লড়াইয়ে সাতোকে হারান ২১-১৮, ৯-২১, ২১-১৬। রিও অলিম্পিক্সে রুপোজয়ী এবং সদ্য চিন সুপার সিরিজ প্রিমিয়ার চ্যাম্পিয়ন সিন্ধুর জয় বরং আগের দিনের মতোই এ দিনও যথেষ্ট সহজে এসেছে। বিশ্বের ২৮ নম্বর তাইপের সু চিং-কে সিন্ধু স্ট্রেট গেমে হারান ২১-১০, ২১-১৪। যার ভেতর প্রথম গেমটা সিন্ধু জেতেন মাত্র ১৫ মিনিটে।

কোয়ার্টার ফাইনালে সিন্ধু খেলবেন সিঙ্গাপুরের শিয়াওয়ু লিয়াং-এর বিরুদ্ধে। আর সাইনার প্রতিপক্ষ স্থানীয় হংকং তারকা চেউং এনগান। পুরুষ সিঙ্গলসে অজয় এ দিন চিনের প্রাচীর টপকান, সে দেশের হুয়াং ইউজিয়াংকে ২-০ গেমে হারিয়ে। আর সমীর শেষ আটে ওঠার পথে হারিয়েছেন জাপানের কাজুমাসা সাকাইকে ২-১ গেমে।

Saina Nehwal PV Sindhu Hong Kong Open Badminton
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy