Advertisement
০৫ মে ২০২৪

সাইনা স্পেশ্যাল নয়, জিতে বললেন সিন্ধু

ভিড়ে ঠাসা নয়াদিল্লির সিরি ফোর্ট কমপ্লেক্সে মুহুর্মুহু আওয়াজটা উঠছিল— সাইনা...সাইনা। চিৎকারটা থামতে না থামতেই আরও জোরে আওয়াজ উঠছিল— সিন্ধু...সিন্ধু।

হুঙ্কার: শুক্রবার ইন্ডিয়ান ওপেন কোয়ার্টার ফাইনালের ম্যাচ জিতে সিন্ধু।

হুঙ্কার: শুক্রবার ইন্ডিয়ান ওপেন কোয়ার্টার ফাইনালের ম্যাচ জিতে সিন্ধু।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:৫৩
Share: Save:

ভিড়ে ঠাসা নয়াদিল্লির সিরি ফোর্ট কমপ্লেক্সে মুহুর্মুহু আওয়াজটা উঠছিল— সাইনা...সাইনা। চিৎকারটা থামতে না থামতেই আরও জোরে আওয়াজ উঠছিল— সিন্ধু...সিন্ধু।

শুক্রবার ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন সিরিজের কোয়ার্টার ফাইনালে দুই যুযুধান প্রতিপক্ষের লড়াইয়ে যা প্রত্যাশিতই ছিল! ব্যাডমিন্টনের আন্তর্জাতিক মঞ্চে এই নিয়ে দ্বিতীয় বার মুখোমুখি হয়েছিলেন দুই ভারতীয় তারকা— সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধু। সেই যুদ্ধে শেষ হাসি রইল সিন্ধুর মুখেই। প্রথম বার আন্তর্জাতিক মঞ্চে সিন্ধু হারালেন সাইনাকে ২১-১৬, ২২-২০।

শুধু কোর্টেই নয়, লড়াইটা ছিল কোর্টের বাইরেও। হেরে সাংবাদিক সম্মেলনেই আসেননি সাইনা। আর ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের সেমিফাইনালে পৌঁছে সাইনা সম্পর্কে সিন্ধুর মূল্যায়ন, ‘‘সাইনা স্পেশ্যাল কোনও খেলোয়াড় নয়, যে ওর বিরুদ্ধে নামলে আমাকে জিততেই হবে। আর চার-পাঁচ জন খেলোয়াড়ের মতোই সাইনা।’’

সাইনাকে সান্ত্বনা।

এ দিন স্ট্রেট গেমে জিতলেও সিন্ধুর পক্ষে জয়টা সহজ হয়নি। দুটো গেমেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বিশেষ করে দ্বিতীয় গেমে। সিন্ধু সাংবাদিক সম্মেলনে আরও বলেন, ‘‘যখনই সাইনার বিরুদ্ধে খেলব তখনই জিততে হবে তা নয়। সবার বিরুদ্ধেই নিজের সেরাটা দিই। সাইনার বিরুদ্ধেও তাই করেছি। স্নায়ুর যুদ্ধ নয়। নিজের প্রতি বিশ্বাস ছিল যে আমি জিতবই। তৃতীয় গেম নিয়ে না ভেবে প্রতিটি পয়েন্টের জন্য লড়ে গিয়েছি।’’

শেষ চারে সিন্ধুর সামনে দক্ষিণ কোরিয়ার সুং জি ইউন। শেষ সাক্ষাতে কোরীয় খেলোয়াড়ের কাছে হেরে গিয়েছিলেন সিন্ধু। তবে এ বার সুং জি-কে হারাতে পারলে ফাইনালে ক্যারোলিনা মারিনের মুখোমুখি হতে পারেন সিন্ধু।

ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

P. V. Sindhu Saina Nehwal Stern Comment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE