একটি ঘটনায় নতুন করে অতীত প্রকাশ্যে। ছোটপর্দার দুই অভিনেত্রীর বিয়ে নিয়ে যা রটেছে, সেই রটনা নতুন করে মনে করিয়েছে অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের অকালমৃত্যু।
সাল ২০১৫। হঠাৎ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর আত্মহত্যার খবরে স্তব্ধ টেলিপাড়া। সে সময়ে অভিযোগের আঙুল উঠেছিল অভিনেতা ভিভান ঘোষের দিকে। খবর, ভিভান আর দিশা নাকি সম্পর্কে জড়িয়েছিলেন। মৃত্যুর আগে দিশা শেষ কথা বলেছিলেন তাঁর সঙ্গেই। অতএব...। এর মাশুল আজও গুনতে হচ্ছে অভিনেতাকে। ওই ঘটনার পর প্রায় দু’বছর কাজ পাননি তিনি। “সেই সময় ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতাম। এই ঘটনার পর থেকেই আমি আর নায়কের চরিত্রে ডাক পাই না।” ২০১৭ থেকে ভিভান পাকাপাকি পার্শ্বচরিত্রাভিনেতা।
আরও পড়ুন:
সাল ২০২৫। ধারাবাহিকের অভিনেত্রীর সমকামী বিয়ের গুঞ্জন ছড়াতেই সামনে এসেছে নতুন তথ্য। এর আগে দিশার সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন ওই অভিনেত্রী। সেখানেই মান-অভিমান, দ্বন্দ্ব, টানাপড়েন। একসঙ্গে এত অনুভূতি সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন দিশা। আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই অভিনেত্রীও। তাঁকে পুলিশ বাঁচিয়েছিল।
১০ বছর পরে ঘটনা প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় ভিভান। ২০১৫-য় কী ঘটেছিল?
জানতে চেয়েছিল আনন্দবাজার ডট কম। অভিনেতার কথায়, “দিশা সমকামী ছিল কি না জানি না। তবে আমি অভিযুক্ত নই, সেই সত্যি প্রকাশ্যে।” অভিনেতার দাবি, দিশার সঙ্গে প্রেম ছিল না তাঁর। সম্পর্কেও ছিলেন না তাঁরা। “আমরা খুব ভাল বন্ধু ছিলাম। আমাদের একটা দল ছিল। একসঙ্গে আমরা অনেক জায়গায় যেতাম। কখনও খেলা দেখতে। কখনও সিনেমা দেখতে। সবাই তাই ভাবতেন, আমরা বিয়ে করব হয়তো।” কাকতালীয় ভাবে ভিভানের সঙ্গেই শেষকথা হয়েছিল প্রয়াত অভিনেত্রীর। ফলে, তাঁকে সন্দেহের চোখে দেখেছিলেন সবাই। বাকিদের মতো নিয়মমাফিক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকেও।
তবে তিনি আশা হারাননি। নিজেকে আরও বেশি করে কাজে ডুবিয়ে দিয়েছেন। অপেক্ষা করেছেন ন্যায়ের।