ইন্দোনেশিয়া সুপার সিরিজ থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাড মিন্টন তারকা বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন। তাইল্যান্ডের জিন্দাপোল নিচাওয়ের কাছে হেরে গেলেন ১৫-২১, ২১-৬, ১৬-২১এ। এই মুহূর্তে সাইনার র্যাঙ্কিং ১৫। র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে থাকা প্রতিপক্ষের কাছে প্রথম সেটে হেরে গেলেও দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান সাইনা নেহওয়াল। তাইল্যান্ডের প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেই হারিয়ে দেন তিনি। দুই সেট শেষে ফল দাঁড়ায় ১-১। কিন্তু তৃতীয় সেট হেরে ছিটকে গেলেন সাইনা।
আরও খবর: যুবরাজকে ৩০০তম ম্যাচ খেলার শুভেচ্ছা সৌরভ, ভাজ্জির
বুধবার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রাচানক ইন্তাননকে ১৭-২১, ২১-১৮, ২১-১২তে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন সাইনা। এ দিন শুরুতে পুরুষদের সিঙ্গলসে এইচএস প্রণয় ও কিদাম্বি শ্রীকান্ত কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। বিশ্বের তিন নম্বরকে হারিয়ে দেন প্রণয়।