Advertisement
E-Paper

কাপ ফাইনালের দিন সাইনাও হতে পারেন বিশ্বের এক নম্বর

২৯ মার্চ, ২০১৫। দিনটা ভারতকে ক্রিকেটবিশ্বে শীর্ষস্থানে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে যেমন, তেমনই এক ভারতীয়কে ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর আসনে বসিয়ে দিতে পারে। বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার হার্ডল টপকাতে পারলে ওই রবিবার মেলবোর্নে কাপ ফাইনালে নামতে পারবে ধোনির ভারত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৫ ০৩:৫০

২৯ মার্চ, ২০১৫। দিনটা ভারতকে ক্রিকেটবিশ্বে শীর্ষস্থানে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে যেমন, তেমনই এক ভারতীয়কে ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর আসনে বসিয়ে দিতে পারে। বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার হার্ডল টপকাতে পারলে ওই রবিবার মেলবোর্নে কাপ ফাইনালে নামতে পারবে ধোনির ভারত। আর সে দিনই দিল্লির সিরিফোর্ট ইন্ডোর স্টেডিয়ামে ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজ ফাইনালে সাইনা নেহওয়াল খেলা মানেই তিনি সেই মুহূর্তে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তাঁর বহু দিনের স্বপ্নের এক নম্বর আসনে বসে পড়বেন। তা সেই দিন সাইনা ফাইনালে জিতুন বা হারুন। কেন? না ২৪ মার্চ শুরু ইন্ডিয়ান ওপেনের ড্র আজই এখানে হল এবং যে টুর্নামেন্টে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর মেয়ে লি জুয়েরুই এবং অন্য চিনা মহাতারকা শিজিয়ান ওয়াং খেলছেন না, সেই সুপার সিরিজে প্রথম দুই বাছাই হয়েছেন সাইনা ও সদ্য তাঁকে ফাইনালে হারিয়ে অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়া স্পেনের ক্যারোলিন মারিন। ক্রীড়া সূচির দু’অর্ধে থাকায় দু’জনের ফাইনালের আগে দেখার সম্ভাবনা কম। আর তার আগে যেহেতু সাইনার তেমন কোনও বড় বাধা নেই বলে ভাবছেন বিশেষজ্ঞরা, সে জন্য কাপ ফাইনালের দিন সাইনারও ঘরের মাঠে ফাইনাল খেলার সম্ভাবনা প্রচুর।

এবং দিল্লিতে ফাইনালে উঠলেই সাইনার (এখন ৭৪৩৮১) র‌্যাঙ্কিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭৭১৪১। সেখানে দিল্লিতে না খেলায় বর্তমান র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জুয়েরুই (৭৯২১৪) গতবারের ফাইনালিস্ট হিসেবে ৭৮০০ পয়েন্ট খুইয়ে নেমে যাবেন ৭১৪১৪ র‌্যাঙ্কিং পয়েন্টে এবং তৃতীয় স্থানে। আর গতবারের চ্যাম্পিয়ন ওয়াং আরও নীচে। বর্তমানে চার নম্বর মারিনের এখন র‌্যাঙ্কিং পয়েন্ট ৭২০৯৮। একমাত্র দিল্লিতে তিনি চ্যাম্পিয়ন হলে এবং সাইনা সেমিফাইনালে হেরে গেলে মারিনই হয়ে যাবেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বর। সেক্ষেত্রে মারিনের হবে ৭৬৩৯৮ ও সাইনার ৭৫৭৬১ পয়েন্ট। পাশাপাশি অবশ্য সাইনার জন্য একটা আশঙ্কাও রয়েছে। এবং সেটা স্বয়ং সাইনা। ভারতীয় ব্যাডমিন্টনের আশঙ্কা জাগিয়ে সাইনা টাটকা টুইট করেছেন, ‘কাঁধে দিনকয়েক ধরে একটা যন্ত্রণা হচ্ছে। তবে আশা করছি তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে।’ এখন দেখার, সাইনার স্বপ্ন না আশঙ্কা কোনটা সত্যি হয়ে দাঁড়ায়!

saina India Open Superseries Saina Nehwal Carolina Marin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy