Advertisement
০৫ মে ২০২৪

নতুন টেকনিক নিয়ে অল ইংল্যান্ডে ফিরছেন সাইনা

ফিরে এসেছে পুরনো ফিটনেস। সাফল্যের খিদেটাও জেগে উঠেছে তাঁর। খেলায় আনছেন নতুন টেকনিকও। আর এই তিন সম্বল করেই অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে চেনা ছন্দে নিজেকে মেলে ধরতে চান সাইনা নেহওয়াল। ফিরে পেতে যান হারানো জায়গাও।

প্রস্তুতি: অল ইংল্যান্ডের জন্য তৈরি সাইনা। ফাইল চিত্র

প্রস্তুতি: অল ইংল্যান্ডের জন্য তৈরি সাইনা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
হায়দরাবাদ শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০৩:৫৭
Share: Save:

ফিরে এসেছে পুরনো ফিটনেস। সাফল্যের খিদেটাও জেগে উঠেছে তাঁর। খেলায় আনছেন নতুন টেকনিকও। আর এই তিন সম্বল করেই অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে চেনা ছন্দে নিজেকে মেলে ধরতে চান সাইনা নেহওয়াল। ফিরে পেতে যান হারানো জায়গাও।

আগামী সপ্তাহেই শুরু হতে চলা অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ নিয়ে রবিবার সাইনা বললেন, ‘‘আমার লক্ষ্য ফের বিশ্বের সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে ওঠা। আর কড়া প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়ার মজাই তো আলাদা।’’ এখানেই না থেমে সাইনা আরও বলেন, ‘‘২০১৫-র অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ ফাইনালে আমাকে লড়তে হয়েছিল ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে। ম্যাচটা সে বার হারতে হয়েছিল। কিন্তু এ বার আমি তৈরি। অনুশীলনেও কোনও খামতি রাখিনি। জবরদস্ত প্রতিপক্ষদের মোকাবিলার জন্য পুরোপুরি তৈরি।’’

চোটের কারণে রিও অলিম্পিক্সে ছন্দে ছিলেন না সাইনা। গত অগস্টে অস্ত্রোপচারের পর নভেম্বরে কোর্টে ফিরেই স্বল্প সময়ে পুরনো ফর্মে সাইনা ফিরেছেন তাঁর স্নায়ুর জোরে।

চিন, হংকং, ম্যাকাওতে টুর্নামেন্ট খেলা ছাড়াও এই ক’মাসে তাঁকে খেলতে দেখা গিয়েছে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে অওয়ধ ওয়ারিয়র্সের হয়ে। হাঁটুর চোট সারানোর ফাঁকেই নতুন বছরে ফের সাইনা খবরের শিরোনামে চলে আসেন মালয়েশিয়া মাস্টার্স গ্রঁ প্রি গোল্ড টুর্নামেন্ট জিতে। কিন্তু প্রস্তুতির কারণেই লখনউতে সৈয়দ মোদী গ্রঁ প্রি গোল্ড টুর্নামেন্টে খেলেননি তিনি। এ দিন সে কথা জানিয়ে সাইনা বলে দেন, ‘‘মালয়েশিয়া মাস্টার্সের আগে ঠিক ভাবে অনুশীলনের সময় পাচ্ছিলাম না। কিন্তু এখন পুরোপুরি ফিট। কোনও চোট-আঘাতও নেই। কোচের কড়া নজরে অনুশীলন করছি। কারণ, টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে ডুবে থাকতে পারাটা খুব জরুরি।’’

তারকা অলিম্পিয়ান নিজের কোচের কথা উল্লেখ করে সঙ্গে এটাও বলছেন, ‘‘মালয়েশিয়া থেকে ফিরে বিমল স্যরের কাছে জোরকদমে অনুশীলন চলছে। যেখানে বেশ কিছু নতুন টেকনিক যোগ করেছেন কোচ।’’

অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে সাইনার প্রথম রাউন্ডে প্রতিপক্ষ জাপানের নাজোমি ওকুহারা। যিনি আবার গত বছরের চ্যাম্পিয়ন। এ দিন সে কথা উঠলে সাইনা বলেন, ‘‘ড্র ভাল হয়েছে। কার বিরুদ্ধে খেলতে হবে সেটা নয়। দেখতে হবে কোর্টে নেমে নিজের সেরাটা যাতে দিতে পারি। তার পর যা হবে দেখা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saina Nehwal All England Open Badminton Championships
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE