Advertisement
E-Paper

শেষ আটে সাইনা-শ্রীকান্ত

অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সাইনা নেহওয়াল এবং শ্রীকান্ত কিদাম্বি। প্রি-কোয়ার্টারে সাইনা মাত্র ৩৭ মিনিটে স্ট্রেট সেটে হারান মালয়েশিয়ার জিন উই ঘোকে। খেলার ফল ২১-১২, ২১-১৪।

শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ০৩:৪৭

অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সাইনা নেহওয়াল এবং শ্রীকান্ত কিদাম্বি। প্রি-কোয়ার্টারে সাইনা মাত্র ৩৭ মিনিটে স্ট্রেট সেটে হারান মালয়েশিয়ার জিন উই ঘোকে। খেলার ফল ২১-১২, ২১-১৪। প্রথমে অবশ্য জিন ৪-১ এগিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়ান সাইনা। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শাটলারের মতোই শ্রীকান্তও মাত্র ৩৪ মিনিটে স্ট্রেট সেটে (২১-১৯, ২১-১২) উড়িয়ে দেন ইন্দোনেশিয়ার সনি কুনকোরোকে। জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্স হওয়া ভারতের তানভি চিনের ওয়াং ইহানের কাছে হেরে ছিটকে গেলেন।

Saina-Srikanth Australian open
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy