Advertisement
E-Paper

এক নম্বর হওয়া থেকে এক ম্যাচ দূরে সাইনা

ইন্দোনেশিয়ার হানা রামাধিনিকে হারিয়ে ইন্ডিয়া ওপেন সুপার সিরিজের সেমিফাইনালে উঠলেন সাইনা নেহওয়াল। তবে ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তো টুর্নামেন্টের তৃতীয় বাছাই ও প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন চিনের লিন ডানকে হারিয়ে অঘটন ঘটিয়ে পুরুষদের সেমিফাইনালে ঢুকে পড়েন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৫ ০৩:৩১

ইন্দোনেশিয়ার হানা রামাধিনিকে হারিয়ে ইন্ডিয়া ওপেন সুপার সিরিজের সেমিফাইনালে উঠলেন সাইনা নেহওয়াল। তবে ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তো টুর্নামেন্টের তৃতীয় বাছাই ও প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন চিনের লিন ডানকে হারিয়ে অঘটন ঘটিয়ে পুরুষদের সেমিফাইনালে ঢুকে পড়েন।

সুগিয়ার্তোর জয়ে টুর্নামেন্টের পুরুষ সিঙ্গলসে দুই বিশ্বসেরার বিদায় হল পরপর দু’দিনে। এ দিন লিন ডানকে ২১-১৭, ১৫-২১, ২১-১৭ হারিয়ে সুগিয়ার্তো বলেন “এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জয়। এর আগে লিন ডানের সঙ্গে আমি তিন বার খেলেছি। তিন বারই হেরেছি।”

মহিলা সিঙ্গলসে শীর্ষ বাছাই সাইনার মতোই টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই স্পেনের ক্যারোলিনা মারিন জাপানের নজোমি ওকুহারাকে ২১-১৫, ১৭-২১, ২১-১৫ হারিয়ে সেমিফাইনালে ওঠেন। সাইনা কোয়ার্টার ফাইনালে স্ট্রেট গেমে ২১-১৫, ২১-১২ জিতলেও প্রথম গেমে নড়বড়ে সাইনাকে যথেষ্ট বেগ দেন ইন্দোনেশিয়ার অনামি হানা। নিজের খেলার উপর বিরক্ত হয়ে সাইনা বেশ কয়েক বার মেজাজও হারিয়ে ফেলেন। বাধ্য হয়ে সাইনার কোচ বিমল কুমার নিজের চেয়ার ছেড়ে উঠে এসে ছাত্রীকে শান্ত করেন।

আজও সাইনাকে প্রশ্ন করা হয়, এখন কি তিনি বিশ্বের এক নম্বর হওয়ার কথা ভাবছেন? কিন্তু আগের মতোই তিনি উত্তর দেন, “মোটেই নয়। এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য ইন্ডিয়া ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হওয়া। এটা বাদে অন্য আর কিছুই ভাবছি না।”

শনিবার সেমিফাইনালে সাইনা খেলবেন এ দিনের জাপানের উই হাসিমাতো এবং হংকংয়ের ইপ উই ইনের ম্যাচের বিজয়ীর সঙ্গে। তাত্‌পর্যের, অলিম্পিক পদকজয়ী সাইনার এটাই প্রথম ইন্ডিয়া ওপেন সেমিফাইনাল। এবং সেই ম্যাচ জিতে ফাইনালে উঠলেই সাইনা বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরের আসলে বসে পড়বেন। বিশ্বসেরা হওয়ার এর চেয়ে ভাল সুযোগ হায়দরাবাদের মেয়ে আর কোনও দিন পাবেন কি না সন্দেহ। তবে তাঁর পূর্ণ ফিটনেস নিয়ে ব্যাডমিন্টন মহলে কারও কারও সন্দেহ আছে। টুর্নামেন্টের ঠিক আগেই তিনি কাঁধের ব্যথার সমস্যায় ভুগছিলেন। আজ কোয়ার্টার ফাইনালেও তাঁকে নেট প্লে এবং বেসলাইন থেকে রির্টানের সময় অস্বস্তিতে দেখিয়েছে কয়েক বার।

Saina Nehwal K Srikanth H S Prannoy RMV Gurusaidutt India Open Super Series badminton tournament England Guru India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy