নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে রক্ষণাত্মক ব্যাটিংয়ের জন্য অজিঙ্ক রাহানেকে তীব্র আক্রমণ করলেন সন্দীপ পাতিল। প্রাক্তন ক্রিকেটার ও প্রধান নির্বাচকের মতে, টেস্টের বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রমাণের জন্যই ক্রিজে টিকে থাকায় মন দিয়েছিলেন রাহানে।
পাতিলের মতে, “এই মরসুমে মুম্বইয়ের হয়ে খেলার সময়ও অজিঙ্ক রাহানের মন্থর ব্যাটিংয়ের কথা কানে এসেছিল। এটা আসলে ব্যর্থ হওয়ার ভয় থেকে হয়েছে। রাহানে এর আগে দেশকে নেতৃত্ব দিয়েছে। বিদেশে ওর রেকর্ড অসাধারণ। কিন্তু এগুলো এখন স্রেফ ইতিহাস। এখন ও শুধুই টেস্ট ক্রিকেটার। ভারতের একদিনের ক্রিকেটের দল থেকে ছিটকে গিয়েছে। এই অবস্থায় সহজাত প্রবৃত্তি অনুসারেই নিজেকে টেস্টের বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে ও। চাইছে নিজেকে প্রমাণ করতে।”
আরও পড়ুন: ঈশান-মুকেশ-আকাশরা আমাদের চেয়েও ভাল, বলছেন বাংলার রঞ্জিজয়ী পেস জুটি