Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘সান্টিনা’ ভাঙল হয়তো কোর্টের বাইরের কারণে

অলিম্পিক্সের বাজারে লিয়েন্ডার-বিতর্কে ভারতীয় টেনিসে ঝড় বইছে গত কয়েক দিন। সেখানে হঠাৎই আলোচনার মুখ ঘুরে গেল, মঙ্গলবার সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি ভেঙে যাওয়ার খবরে।

সার্কিটে এই দৃশ্য আর দেখা যাবে না।

সার্কিটে এই দৃশ্য আর দেখা যাবে না।

জয়দীপ মুখোপাধ্যায়
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০৪:৩৫
Share: Save:

অলিম্পিক্সের বাজারে লিয়েন্ডার-বিতর্কে ভারতীয় টেনিসে ঝড় বইছে গত কয়েক দিন। সেখানে হঠাৎই আলোচনার মুখ ঘুরে গেল, মঙ্গলবার সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি ভেঙে যাওয়ার খবরে।

আন্তর্জাতিক টেনিস মহলের সঙ্গে আমার প্রায় নিয়মিত জড়িয়ে থাকার সুবাদে কেমন যেন মনে হচ্ছে, বিশ্বের এক নম্বর জুটি ভাঙার পিছনে কোর্টের বাইরের কারণও থাকতে পারে। এমনিতে নানা সূত্রে যা কানে আসছে, মার্টিনাই নাকি সানিয়াকে জানিয়েছে, ও আর এই জুটি চালিয়ে নিয়ে যেতে চায় না। আসলে জুটি ভেঙে যাওয়ার খবরটা প্রথম প্রকাশ্যে আসে, এ দিনই আসন্ন যুক্তরাষ্ট্র ওপেনের প্লেয়ার্স লিস্ট বেরনোর পর। রিওর দু’সপ্তাহের মধ্যেই নিউইয়র্কের গ্র্যান্ড স্ল্যাম। এ-ও শুনছি, ওখানে মার্টিনা খেলবে আমেরিকার কোকো ভ্যান্ডেওয়েগকে নিয়ে। আর সানিয়ার পার্টনার নাকি বার্বোসা স্ট্রাইকোভা। দু’দিন আগেই যে চেক জুটির কাছে অলিম্পিক্স ডাবলসে সেরিনা-ভেনাস হেরেছে, বার্বোসা তার একজন।

কিন্তু সবচেয়ে বড় যে ব্যাখ্যা শুনছি— ‘সান্টিনা’ ভাঙার পিছনে নাকি লিয়েন্ডার-মার্টিনা মিক্সড ডাবলস জুটি। গত মরসুম থেকেই মার্টিনা ডাবলসে সানিয়া আর মিক্সড ডাবলসে লিয়েন্ডারকে নিয়ে খেলছে। সানিয়ারা যদি তিনটে গ্র্যান্ড স্ল্যাম, এ বছরেও ডব্লিউটিএ ট্যুরে চারটে ট্রফি জিতে থাকে, তা হলে লিয়েন্ডাররাও তিনটে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন গত এগারো মাসে। কিন্তু সমস্যা বেঁধেছিল নাকি মিক্সড ডাবলসে দুই জুটির মুখোমুখি হওয়া নিয়ে! এ বছর অস্ট্রেলীয় ওপেন কোয়ার্টার ফাইনালে সানিয়া-ডডিগ হারায় মার্টিনা-লিয়েন্ডারকে। আবার ফরাসি ওপেন ফাইনালে হেরে যায়। সেই হারের পরে নাকি সানিয়ার কিছু হাবভাব ভাল লাগেনি মার্টিনার। তার পর থেকেই নাকি দু’জনের সখ্যতা কমতে থাকে। যদিও একইসঙ্গে আমার মনে হচ্ছে, জুটি ভাঙার টেকনিক্যাল কারণও আছে অনেক।

মাস কয়েক আগেই মায়ামিতে ওদের জুটির খেলা দেখে আমার মনে হয়েছে, মার্টিনার সার্ভিস ভীষণ দুর্বল হয়ে পড়েছে। টেনিসের পরিভাষায়, সফ্‌ট সার্ভিস। ডাবলসের পক্ষে পঁয়ত্রিশটা এমন কিছু বয়স নয়, কিন্তু ম্যাচ টাইব্রেকে গড়ালে মার্টিনাকে যেন বেশ ক্লান্ত দেখাচ্ছে ইদানীং। তা হলেও একজন চ্যাম্পিয়ন তো! তাই মার্টিনার অসাধারণ নেট প্লে, ড্রপ ভলি, সার্ভিস রিটার্ন নিশ্চয়ই মিস করবে সানিয়া।

আরও খারাপ লাগছে যখন ভাবছি, মরসুমের প্রথম জুটি হিসেবে বছর শেষের ওয়ার্ল্ড ডাবলস চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা পেয়েছে সানিয়া-মার্টিনা। কিন্তু দুর্গাপুজোর পর সিঙ্গাপুরে এই জুটিকে দেখা যাবে না। তার অনেক আগেই যে বিসর্জন ঘটে গেল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sania Mirza Martina hingis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE