Advertisement
E-Paper

সানিয়া-মার্টিনা জুটি ফাইনালে

বৃহস্পতিবার উইম্বলডনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও শুক্রবারটা ভালই কাটল সানিয়া মির্জার। এ দিন মহিলাদের ডাবলস ফাইনালে গেলেন শীর্ষবাছাই ইন্দো-সুইস জুটি সানিয়া মির্জা এবং মার্টিনা হিঙ্গিস। এক নম্বর কোর্টে মহিলাদের ডাবলস সেমিফাইনালে সুইস পার্টনার মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে সানিয়া হারালেন মার্কিন জুটি রাকুয়েল কপস-জোন্স এবং এ স্পিয়ার্সকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ১৯:৩০

বৃহস্পতিবার উইম্বলডনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও শুক্রবারটা ভালই কাটল সানিয়া মির্জার। এ দিন মহিলাদের ডাবলস ফাইনালে গেলেন শীর্ষবাছাই ইন্দো-সুইস জুটি সানিয়া মির্জা এবং মার্টিনা হিঙ্গিস।

এক নম্বর কোর্টে মহিলাদের ডাবলস সেমিফাইনালে সুইস পার্টনার মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে সানিয়া হারালেন মার্কিন জুটি রাকুয়েল কপস-জোন্স এবং এ স্পিয়ার্সকে। ম্যাচের ফল সানিয়াদের পক্ষে ৬-১, ৬-২।

মার্কিন জুটিকে সেমিফাইনালে স্ট্রেট সেটে উড়িয়ে দিতে শীর্ষ বাছাই ইন্দো-সুইস জুটি সানিয়া-হিঙ্গিস জুটির সময় লেগেছে মাত্র ৫৬ মিনিট।

sania mirza matrina hingis wimbledon final
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy