Advertisement
১৯ মার্চ ২০২৪
Cricket

ব্যাটিং পরামর্শদাতা হিসেবে বাঙ্গারকে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই সিরিজে মোমিনুল হকদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করতে পারেন বাঙ্গার।

বাঙ্গারের সঙ্গে কথা চলছে বিসিবি-র। —ফাইল চিত্র।

বাঙ্গারের সঙ্গে কথা চলছে বিসিবি-র। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ১৮:৪১
Share: Save:

সব ঠিকঠাক চললে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে হয়তো বাংলাদেশের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করতে দেখা যেতে পারে।

জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই সিরিজে মোমিনুল হকদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করতে পারেন বাঙ্গার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ একজিকিউটিভ নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘‘টেস্ট সিরিজে জাতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করার জন্য বাঙ্গারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’ ব্যাটিং পরামর্শদাতা হওয়ার দৌড়ে বাঙ্গারের সঙ্গে রয়েছেন আরও কয়েকজন।

আরও পড়ুন: ‘আমার অধিনায়কত্বের সবচেয়ে খারাপ অধ্যায়’, মাঙ্কিগেট বিতর্কে মুখ খুললেন পন্টিং

বাংলাদেশের ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেট দলের দায়িত্বে রয়েছেন নিল ম্যাকেঞ্জি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে টেস্ট দলকে নিয়ে কাজ করুন দক্ষিণ আফ্রিকান কোচ।

ম্যাকেঞ্জি আবার তিনটি ফরম্যাটের দায়িত্ব নিতে চান না। দুটো ফরম্যাটের বেশি দায়িত্ব নিতে চান না তিনি। সেই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাটিং পরামর্শদাতা খুঁজছে। আলোচনা চলছে বাঙ্গার-সহ অনেকের সঙ্গে। সব ঠিকঠাক থাকলে প্রতিবেশী দেশের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করতে দেখা যেতেই পারে বাঙ্গারকে।

আরও পড়ুন: বেইতিয়ার চিন্তা ঠাকুমা, বন্ধুকে নিয়ে উদ্বিগ্ন মারিয়ো, এই শহরকে নিরাপদ ভাবছেন ফ্রানরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE