ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সঞ্জয় সেন মোহনবাগান রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন কি না, জানা যাবে ৩১ মার্চ। অনেক টালবাহানার পর এ মাসের শেষ দিন বাগান কোচের আবেদনের শুনানি করতে অ্যাপিল কমিটির সভা ডেকেছে ফেডারেশন। আই লিগে ফিরতি ডার্বি ২ এপ্রিল শিলিগুড়িতে।
ফেডারেশনের বিরুদ্ধে তোপ দাগার জন্য বাগানের সঞ্জয়কে আট ম্যাচ সাসপেন্ড ও কুড়ি লাখ টাকা জরিমানা করেছে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। সেই শাস্তি কমানোর জন্য চিঠি দিয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি তা মকুবেরও আবেদন করেছেন সনি-কাতসুমিদের কোচ।
শাস্তি কমানোর সভা নিয়ে অবশ্য এই মুহূর্তে কোনও কথা বলতে রাজি নন সঞ্জয়। তাঁর মাথায় ঘুরছে আইজল এফসি ম্যাচ। যেখানে সনি নর্ডিকে ছাড়াও জাতীয় শিবিরের ফুটবলারদের পাবেন না বাগান কোচ। তবে বললেন, ‘‘আমাদের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। অনেক পরিবর্ত ফুটবলার আছে। সমস্যা হবে না।’’ তিনি নিজে অবশ্য ২৬ মার্চ আইজলে বাগানের রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন না সাসপেন্ড থাকায়।
এএফসি কাপে জয়ের হ্যাটট্রিক করে গুয়াহাটি থেকে বৃহস্পতিবার দুপুরে ফিরেছে মোহনবাগান। জাতীয় শিবিরে ডাক পাওয়া তিন ফুটবলার জেজে, প্রীতম কোটাল এবং প্রণয় হালদার সরাসরি চলে দিয়েছেন দিল্লিতে ভারতীয় দলের ক্যাম্পে। সনি এ দিনই গভীর রাতে চলে যাচ্ছেন হাইতিতে। ফিরবেন ডার্বির ঠিক আগে। বৃহস্পতিবারই ডার্বির পরিকাঠামো দেখতে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এসেছিলেন ফেডারেশনের প্রতিনিধিরা। কাজের অগ্রগতি দেখে তাঁরা খুশি। এ দিকে বিধানসভা নির্বাচনে বারাসত-সহ উত্তর চব্বিশ পরগনায় ভোটের জন্য ২৪ এপ্রিল আই লিগে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির মহাগুরুত্বপূর্ণ ম্যাচ সরে যেতে পারে শিলিগুড়িতে। সঞ্জয় সেনের দলের আই লিগে সেটাই শেষ ম্যাচ।
ইরান ও তুর্কমেনিস্তানের বিরুদ্ধে ভারতের প্রাক বিশ্বকাপ ম্যাচ রয়েছে বলে এখন আই লিগ বন্ধ। ফুটবলারদের প্র্যাকটিসে ছুটি দিয়েছেন দুই প্রধানের কোচই। তিন দিন ছুটি শেষে সনিরা অনুশীলনে নামবেন সোমবার। একই দিনে অনুশীলনে ফিরবেন র্যান্টিরাও।
দিল্লিতে স্টিভন কনস্ট্যান্টাইনের শিবির শুরু হল বৃহস্পতিবার। চোট পাওয়া রবিন সিংহ, ধনপাল গণেশ ছাড়া সব ফুটবলার শিবিরে যোগ দিয়েছেন। তবে মাত্র তিন দিনের প্রস্তুতি নিয়ে ইরান যাচ্ছেন সুনীল ছেত্রী-জেজেরা।