Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩

রক্ষণেই নজর সঞ্জয়ের

মর্গ্যান-মডেল অনুসরণ করতে চান না। বরং নিজের তৈরি ছকেই বেঙ্গালুরু-বধের নকশা তৈরি করছেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০৩:০৯
Share: Save:

মর্গ্যান-মডেল অনুসরণ করতে চান না। বরং নিজের তৈরি ছকেই বেঙ্গালুরু-বধের নকশা তৈরি করছেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন।

এ বারের আই লিগে ঘরে-বাইরে দুই জায়গাতেই বেঙ্গালুরুকে হারিয়েছেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান। শনিবার কি সেই নকশাতেই বেঙ্গালুরুর রক্ষণে ঝাঁপিয়ে পড়বেন সনি-কাতসুমিরা। প্রশ্ন শুনে বিরক্ত সঞ্জয় বলে দেন, ‘‘আমরা প্রতিটি টিমের ভাল-মন্দই নজরে রাখি। কাজেই অন্য টিমের রণকৌশল ধার নেওয়ার প্রশ্নই ওঠে না।’’

সঙ্গে মোহনবাগান কোচ এটাও বলে দেন, ‘‘মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর বেঙ্গালুরুর কাছে হারিনি। আর বেঙ্গালুরু তো অন্য কোনও গ্রহ থেকে আসা টিম নয়। ওদের নিয়ে আমাদের নিজস্ব কিছু অঙ্ক রয়েছে। ছেলেদের নিয়ে ওদের ভিডিও বিশ্লেষণ করেছি আমরা। সেগুলো মাঠে ঠিকঠাক কাজে লাগাতে পারলে অন্য কিছু ভাবতে হবে না।’’

বেঙ্গালুরুকে নিয়ে সবুজ-মেরুন শিবিরের কোচের করা সেই ভিডিও বিশ্লেষণ অনুযায়ী, বেঙ্গালুরু রক্ষণে জুয়ানানের গতি কম। আর ঝটিকা প্রতি-আক্রমণে বেশ নড়বড়ে বেঙ্গালুরু রক্ষণ। মোহনবাগান কোচকে মনে করিয়ে দেওয়া হয় গত দু’ম্যাচেই চার্চিল এবং মুম্বই এফসি—এগিয়ে গিয়েও গোল হজম করতে হয়েছে তাঁর রক্ষণকে। সেখানে বেঙ্গালুরুর সুনীল-বিনীত-উদান্তা ত্রিভূজের মোকাবিলা কতটা কঠিন তা জানতে চাওয়া হলে মোহনবাগান কোচ বলেন, ‘‘গত দু’ম্যাচেই রক্ষণে কিছু ভুল ধরা পড়েছে। সেগুলো ফের না হলে এই বেঙ্গালুরুকে আটকানো সম্ভব। অনুশীলনে ছেলেদের বলে দিয়েছি গোল খাওয়া চলবে না।’’

আর সুনীল-বিনীতদের আক্রমণ ভাগ? এ বারের আই লিগে বেঙ্গালুরুর করা ১৭ গোলের মধ্যে ১১ গোলই এসেছে এই তিন ফরোয়ার্ডের পা থেকে। সঞ্জয় বলছেন, ‘‘বিনীত আইএসএল থেকেই গোল করে আসছে। তিন জনের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে আমাদের। এ ছাড়াও ক্যামেরন ওয়াটসনকে নজরে রাখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE