বিদেশি কোচের চেয়ে দেশের কোনও কোচই যে তাঁদের বেশি পছন্দের, তা এশিয়ান গেমসে যাওয়ার আগে জানিয়েই দিলেন ভারতীয় হকি তারকা সর্দার সিংহ। আর এক সিনিয়র খেলোয়াড় মনপ্রীত সিংহেরও সায় আছে সর্দারের এই বক্তব্যে।
বিদেশি কোচের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয় ভাষা নিয়ে। এই অসুবিধার কথা স্বীকার করে নিয়েই সর্দার বলেন, ‘‘দেশীয় কোচের সঙ্গে কাজ করার অনেক সুবিধা আছে। কোচকে আমরা মনের অনেক কথা খোলাখুলি বলতে পারি। কোচও আমাদের সহজ ভাবে তাঁর পরামর্শ বা নির্দেশগুলো বুঝিয়ে দিতে পারেন। সিনিয়র খেলোয়াড়েরা যে বললেই রাতারাতি তাদের খেলার পদ্ধতি বদলাতে পারে না, এটাও দেশীয় কোচেরা ভাল বোঝেন।’’
নেদারল্যান্ডসের সোর্দ মারিনের বদলে হরেন্দ্র সিংহ কোচ হওয়ার পরেই ভারতীয় হকি দল গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স আপ হয়। খেলোয়াড়দের মতে, ম্যাচের মাঝখানে দু’মিনিটের বিরতিতে কোচ যেটা বোঝান, তা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বিদেশি কোচ থাকলে অনেক সময়েই বিরতিতে এই ঝটিকা পরামর্শ অনেকেই বুঝতে পারেন না। এই জায়গাটাতেই হরেন্দ্র দলের পারফরম্যান্সের উন্নতিতে অনেক প্রভাব ফেলেছেন বলে মনে করেন দলের খেলোয়াড়দের অনেকে।