Advertisement
২০ এপ্রিল ২০২৪

মেরি কমকে ছুঁলেন সরিতা

হো চি মিন সিটি থেকে রাতে ভারতীয় দলের কোচ আলি কামার বলছিলেন, ‘‘সরিতাকে এ দিন কম ঝুঁকি নিতে বলেছিলাম। কারণ, উজবেকিস্তানের এই বক্সারের বিরুদ্ধে ও আগে কখনও লড়েনি। কিন্তু ম্যাচ শুরু হতেই যে ভাবে আগ্রাসী মেজাজে ও ঝাঁপিয়ে পড়ল, তাতেই বুঝে গিয়েছিলাম দিনটা আজ সরিতার।’’

নজির: ষষ্ঠ পদক নিশ্চিত করলেন সরিতা দেবী। ফাইল চিত্র

নজির: ষষ্ঠ পদক নিশ্চিত করলেন সরিতা দেবী। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ০৩:৩৮
Share: Save:

মহিলাদের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের পদক শিকার চলছেই। শনিবার সেমিফাইনালে যাওয়ার সুবাদে টুর্নামেন্টে পদক নিশ্চিত করেছিলেন মেরি কম, সীমা পুনিয়া-সহ চার মহিলা বক্সার।

রবিবার কোয়ার্টার ফাইনাল বাউট জিতে পদক নিশ্চিত করলেন আরও তিন ভারতীয় মহিলা। যাঁদের মধ্যে রয়েছেন সরিতাদেবী (৬৪ কেজি), সনিয়া লাথার (৫৭ কেজি) এবং লভলিনা বরগোঁহাই (৬৯ কেজি)। তবে রবিবার প্রচারমাধ্যমের শিরোনামে রইলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সরিতা দেবী। ভিয়েতনামে এ দিন কোয়ার্টার ফাইনালে সরিতা হারান উজবেকিস্তানের মাফতিনাখোন মেলিয়েভা-কে। সেমিফাইনালে উঠে মেরি কমের মতোই এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে নিজের ষষ্ঠ পদকটি নিশ্চিত করলেন তিনি।

হো চি মিন সিটি থেকে রাতে ভারতীয় দলের কোচ আলি কামার বলছিলেন, ‘‘সরিতাকে এ দিন কম ঝুঁকি নিতে বলেছিলাম। কারণ, উজবেকিস্তানের এই বক্সারের বিরুদ্ধে ও আগে কখনও লড়েনি। কিন্তু ম্যাচ শুরু হতেই যে ভাবে আগ্রাসী মেজাজে ও ঝাঁপিয়ে পড়ল, তাতেই বুঝে গিয়েছিলাম দিনটা আজ সরিতার।’’

সরিতা ছাড়াও এ দিন কোয়ার্টার ফাইনাল জিতে পদক নিশ্চিত করলেন লভলিনা বরগোঁহাই। তিনি হারালেন মঙ্গোলিয়ার এর্দেনেতুয়া এনখবাতার-কে। যদিও মঙ্গোলিয়ার এই বক্সারের বিরুদ্ধে শুরু থেকেই বাউটের রাশ নিজের হাতে রেখেছিলেন লভলিনা। তিন রাউন্ডেই একতরফা ৫-০ জিতে ম্যাচ শেষ করে দেন তিনি।

অন্য কোয়ার্টার ফাইনালে হারের মুখ থেকে ফিরে ম্যাচ জিতে পদক নিশ্চিত করলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী সনিয়া লাথার। এ দিন কাজাখস্তানের নাজিম ইশানোভার বিরুদ্ধে প্রথম রাউন্ডে ২-৩ হেরে গিয়েছিলেন সনিয়া। কিন্তু দ্বিতীয় রাউন্ডে প্রবল ভাবে ম্যাচে ফেরেন তিনি। তৃতীয় রাউন্ডে ইশানোভাকে দাঁড়াতে দেননি সনিয়া। একতরফা জেতেন ৫-০।

এর ফলে মেরি কম, সরিতা দেবী-সহ সাত বক্সার পদক নিশ্চিত করলেন গত দু’দিনে। মঙ্গলবার ৭ নভেম্বর সেমিফাইনাল লড়তে নামবেন এই সাত জন। তখনই বোঝা যাবে ব্রোঞ্জের উপরেও অন্য কোনও পদক অপেক্ষা করে রয়েছে কি না ভারতীয়দের জন্য।

দশ জনের ভারতীয় দল অংশ নিয়েছিল টুর্নামেন্টে। যার মধ্যে এ দিন ৫১ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হেরে পদক হাতছাড়া করলেন নীরজ। আগেই বিদায় নিয়েছেন সুইটি বোরো (৭৫ কেজি) এবং পূজা রানি (৮১ কেজি)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE