Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sunil Chhetri

ভারতীয় সিনিয়র শিবিরে ডাক পেলেন বাংলার সার্থক গোলুই

গ্রুপ-এর যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচের আগে দলে কিছু পরিবর্তন করতে পারেন কোচ কনস্টানটাইন। ১১ অগস্ট চেন্নাই পৌঁছে যাবে ৩৪ জন ফুটবলার। সেই তালিকায় নতুন মুখ সার্থক গোলুই, দেবেন্দ্র সিংহ, নিখিল পূজারী, অনিরুদ্ধ থাপা, মনবীর সিংহ।

ভারতীয় ফুটবল দল। -নিজস্ব চিত্র।

ভারতীয় ফুটবল দল। -নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ২০:০৮
Share: Save:

ভারতীয় সিনিয়র ফুটবল শিবিরে ডেকে নেওয়া হল ৩৪ জন ফুটবলারকে। চেন্নাইয়ে বসবে এ বারের ভারতীয় ফুটবলের শিবির। ২০১৯ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ রয়েছে ৫ সেপ্টেম্বর। তাঁর আগে নতুন পাঁচ মুখকে ডেকে নেওয়া হল ভারতীয় শিবিরে। যেখানে ডাক পেলেন বাংলার সার্থক গোলুই।

আরও খবর: রোনাল্ডোহীন এল ক্লাসিকোয় জয় মেসির

মায়ানমার ও কিরঘিজ রিপাবলিকের বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচ জয়ের পর ভারত পরবর্তী ম্যাচ খেলতে উড়ে যাবে ম্যাকাও। গ্রুপ-এর যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচের আগে দলে কিছু পরিবর্তন করতে পারেন কোচ কনস্টানটাইন। ১১ অগস্ট চেন্নাই পৌঁছে যাবে ৩৪ জন ফুটবলার। সেই তালিকায় নতুন মুখ সার্থক গোলুই, দেবেন্দ্র সিংহ, নিখিল পূজারী, অনিরুদ্ধ থাপা, মনবীর সিংহ। এই ৩৪ জনের মধ্যে ১০ জন সম্প্রতি এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে যোগ্যতা নির্ণায়ক পর্বে দোহায় খেলে ফিরেছেন। এ বার তাঁদের মধ্যে কারও জায়গা হতে পারে সিনিয়র দলেও। তবে সবই সিদ্ধান্ত হবে এই শিবির শেষে।

শিবিরে যাঁরা ডাক পেলেন

ডিফেন্ডার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE