Advertisement
E-Paper

সৌদি আরবের ক্রিকেটারদের কাছে ৩৯০ রানে হারল এই দেশ!

অসম্ভব শব্দটা বোধহয় ক্রিকেটে খাটে না। শনিবার ফের তার প্রমাণ মিলল। ৩৯০ রানে একটি দেশের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ জিতেছে সৌদি আরব। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, এ কোন দেশ যে প্রায় ৪০০ রানের ব্যবধানে ম্যাচ হারল, তা-ও আবার সৌদি আরবের কাছে!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ১০:০৫

অসম্ভব শব্দটা বোধহয় ক্রিকেটে খাটে না। শনিবার ফের তার প্রমাণ মিলল। ৩৯০ রানে একটি দেশের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ জিতেছে সৌদি আরব। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, এ কোন দেশ যে প্রায় ৪০০ রানের ব্যবধানে ম্যাচ হারল, তা-ও আবার সৌদি আরবের কাছে!

ক্রিকেটে প্রায় অনভিজ্ঞ এই দেশের নাম চিন। যদিও অলিম্পিক্সে চিন সামনের সারিতে থাকতেই অভ্যস্ত। কিন্তু, ক্রিকেটে এখনও নামজাদা দেশ হয়ে উঠতে পারেনি চিন। তবে আগামী দিনে ক্রিকেটকেই পাখির চোখ করে এগিয়ে চলেছে তারা। কিন্তু, তাদের এমন বেহাল খেলা দেখে ক্রিকেটবিশ্ব খানিকটা অবাক। ম্যাচ ছিল আইসিসি-র ওয়ার্ল্ড ক্রিকেট লিগের এশিয়া রিজিয়ন ডিভিশনের ওয়ান ডে-র। সৌদি আরবের ৪১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানে গুটিয়ে যায় চিন। মাত্র ১২.৪ ওভারে সব উইকেট পড়ে যায় তাদের। স্কোরবোর্ডে শূন্যের ভিড় দেখা গিয়েছে বেশি। সর্বোচ্চ রান বলতে অতিরিক্ত ১৩। ব্যক্তিগত ব্যাটিংয়ে জুয়াং জেলিন এবং ঝেং পেং দু’জনে সর্বোচ্চ ৬ রান করেন।

আরও পড়ুন

‘ফিনিশার’ ধোনি ফিরলেন

প্রথম ব্যাট করতে নেমে সৌদি আরবের মহম্মদ আফজল (১২০) দুর্দান্ত সেঞ্চুরি করেন। শোয়েব আলির ৪১ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংসও ছিল নজরকাড়া। সৌদি আরবের কাছে এত বড় ব্যবধানে হেরে রেকর্‍ড গড়েছে চিন। এর আগে ২০০৮-এর অগস্টে নিউজিল্যান্ডের কাছে ২৯০ রানে হেরেছিল আয়ার্ল্যান্ড।

Cricket Saudi Arabia China ICC World Cricket League One Day Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy