Advertisement
০৭ মে ২০২৪

কোহলির মধ্যে মারাদোনার শরীরী ভাষা দেখছেন সৌরভ

কোনও কিংবদন্তি ক্রিকেটার নন, বিরাট কোহলির মধ্যে এক কিংবদন্তি ফুটবলারের ছায়া দেখতে পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি দিয়েগো মারাদোনা। বৃহস্পতিবার ভারত অধিনায়ক হিসেবে কোহলির চতুর্থ টেস্ট সেঞ্চুরি দেখার পর সৌরভ বললেন, ‘‘আমার প্রিয় খেলোয়াড় মারাদোনাকে বরাবর হৃদয় নিংড়ে দিয়ে খেলতে দেখেছি।

ভিশন ২০২০-র নেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় ব্যস্ত শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন। পাশে মুগ্ধ দর্শক মুরলী-পুত্র নারেন। বৃহস্পতিবার ইডেনের ইন্ডোরে। ছবি: উৎপল সরকার।

ভিশন ২০২০-র নেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় ব্যস্ত শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন। পাশে মুগ্ধ দর্শক মুরলী-পুত্র নারেন। বৃহস্পতিবার ইডেনের ইন্ডোরে। ছবি: উৎপল সরকার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০৩:৩৯
Share: Save:

কোনও কিংবদন্তি ক্রিকেটার নন, বিরাট কোহলির মধ্যে এক কিংবদন্তি ফুটবলারের ছায়া দেখতে পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি দিয়েগো মারাদোনা। বৃহস্পতিবার ভারত অধিনায়ক হিসেবে কোহলির চতুর্থ টেস্ট সেঞ্চুরি দেখার পর সৌরভ বললেন, ‘‘আমার প্রিয় খেলোয়াড় মারাদোনাকে বরাবর হৃদয় নিংড়ে দিয়ে খেলতে দেখেছি। ফুটবল ছিল ওর নেশা। বিরাট কোহলির মধ্যেও সেই জিনিসটা দেখতে পাই। ওর শরীরী ভাষাটা খুব ভাল লাগে আমার। আমি ওর বড় ফ্যান।’’ নিজেও ক্রিকেট জীবনে ডাকাবুকো অধিনায়ক ছিলেন। আর নতুন ভারত অধিনায়ককে নিয়ে সৌরভের প্রতিক্রিয়া, ‘‘মাঠের বাইরের বিরাটকেও আমার পছন্দ। ওর প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে। মাঠে বসে বা টিভিতে ওকে যতটুকু দেখেছি, তাতে ওর প্রতি বিশ্বাস আমার অনেক বেড়ে গিয়েছে।’’

কোহলির মধ্যে যে একজন সফল টেস্ট ক্যাপ্টেনের ছায়া দেখতে পাচ্ছেন সৌরভ, তাও জানিয়ে দেন এ দিন। বলেন, ‘‘ওর মধ্যে প্রচুর খিদে রয়েছে। সবসময় জিততে চায়। যে চারটে টেস্টে ও ভারতকে নেতৃত্ব দিয়েছে, চারটে সেঞ্চুরি করেছে। এগুলোই তো দুর্দান্ত ক্যাপ্টেন হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।’’

মুখ্যমন্ত্রীর অভিনন্দন সৌরভকে: খবরটা পাঁচ মাস আগে প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দবাজারে। সৌরভ গঙ্গোপাধ্যায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হচ্ছেন। বৃহস্পতিবার এ দিন সে জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানালেন সৌরভকে। মুখ্যমন্ত্রী টুইট করেন, ‘‘অভিনন্দন সৌরভ। ফুটবলের বাইরে থেকে আসা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। দেশ ও বাংলার গর্ব।’’ যা শুনে সৌরভ এ দিন বলেন, ‘‘তাই নাকি? শুনে খুব ভাল লাগল যে উনি অভিনন্দন জানিয়েছেন। তবে এখানে আমার ভূমিকাটা ঠিক কী, জানি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE