Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৯ অক্টোবর ২০২১ ই-পেপার

SC East Bengal: ইস্টবেঙ্গলে ফের চিমা, সই হয়ে গেল নাইজিরীয় স্ট্রাইকারের

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১৬ সেপ্টেম্বর ২০২১ ২০:১৯
লাল-হলুদ জনতার মন জয় করেছিলেন চিমা। এবার এলেন নতুন চিমা

লাল-হলুদ জনতার মন জয় করেছিলেন চিমা। এবার এলেন নতুন চিমা
এসসি ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলে সই করলেন নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা। আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে চতুর্থ বিদেশিকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। এর আগে নরওয়ের ক্লাব মোল্ড এফকে-র হয়ে তিন বার সে দেশের লিগ জিতেছেন এই স্ট্রাইকার।

শতবর্ষের ইস্টবেঙ্গলে সই করতে পেরে খুশি চিমা। তিনি বলেন, ‘‘ঐতিহাসিক এই ক্লাবে সই করতে পেরে ভাল লাগছে। আমি দলকে যত বেশি সম্ভব ম্যাচ জেতানোর চেষ্টা করব।’’

মোল্ডের হয়ে খেলার সময় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ ওলে গুন্নার সোলজার একটা সময় কোচিং করিয়েছেন মোল্ড এফকে-কে। চিমা তাঁর অধীনে খেলেছেন। এসসি ইস্টবেঙ্গলে যোগ দেওয়া স্ট্রাইকার বলেন, ‘‘আমি এর আগেও অনেক কোচের অধীনে খেলেছি। তাই এসসি ইস্টবেঙ্গলে নতুন কোচের অধীনে খেলতে সমস্যা হবে না।’’

Advertisement

৩০ বছর বয়সী এই স্ট্রাইকার আরও বলেন, ‘‘আমার অভিজ্ঞতা ভাগ করে নেব সতীর্থদের সঙ্গে। ভারতে খেলা আমার কাছে নতুন পরীক্ষা। ইন্ডিয়ান সুপার লিগ ধীরে ধীরে বড় হছে। তাই আমার মনে হয়েছে লাল-হলুদে যোগ দেওয়াই সঠিক সিদ্ধান্ত।’’

নরওয়ে ছাড়াও চিন, পোলান্ডের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এই স্ট্রাইকারের।

আরও পড়ুন

Advertisement