Advertisement
১৯ এপ্রিল ২০২৪
COVID 19

সুর বদলে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী মরিসন

প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়ে দিয়েছেন, যাঁরা আইপিএল খেলছেন, তাঁদের নিজেদেরকেই দেশে ফেরার ব্যবস্থা করতে হবে।

স্কট মরিসন।

স্কট মরিসন। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
মেলবোর্ন শেষ আপডেট: ০৫ মে ২০২১ ০৬:২৯
Share: Save:

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ায় কড়া পদক্ষেপ করেছে অস্ট্রেলিয়া। ভারতের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধের পাশাপাশি, কোনও অস্ট্রেলীয় নাগরিককেই ভারত থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়ে দিয়েছেন, যাঁরা আইপিএল খেলছেন, তাঁদের নিজেদেরকেই দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। সরকারের তরফে কোনও বিশেষ উড়ানের ব্যবস্থা করা হবে না।

সরকারের তরফে এই বক্তব্য আসার পরেই কড়া সমালোচনা করেছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল স্লেটার। টুইট করে সরকারের নীতির সমালোচনা করে স্লেটার লিখেছিলেন ‍‘‍‘প্রধানমন্ত্রীর হাতে রক্ত লেগে রয়েছে।’’

সেই প্রতিক্রিয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‍‘‍‘স্লেটারের অভিযোগ এবং মন্তব্য ভিত্তিহীন।’’

উল্লেখ্য, সোমবার স্লেটার তাঁর টুইটে লিখেছিলেন, ‍‘‍‘যদি অস্ট্রেলিয়ার সরকার দেশের নাগরিকদের সুরক্ষার ব্যাপারে দায়িত্বশীল হত, তা হলে আমাদের দেশে ফেরার ব্যাপারে উদ্যোগ নেওয়া যেত। এই সিদ্ধান্ত অত্যন্ত অবমাননাকর।’’ আরও লিখেছিলেন, ‍‘‍‘আপনার সাহস কী করে হয় অস্ট্রেলীয় নাগরিকদের এ ভাবে তাচ্ছিল্য করার। আপনি নিভৃতবাসের নিয়ম কেন পরিবর্তন করছেন না? সরকার থেকেই আইপিএলে ধারাভাষ্য দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এখন সেই অনুমতিকেই নাকচ করা হচ্ছে কেন? এ কেমন বিচার?’’

এ দিন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী মরিসন বলেন, ‍‘‍‘এই সিদ্ধান্ত দেশের একটা বড় অংশের মানুষকে নিরাপদে রাখার জন্যই নেওয়া হয়েছে। যাতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ অস্ট্রেলিয়ায় আছড়ে পড়তে না পারে। যে ধরনের সমালোচনা করা হয়েছে, তা ভিত্তিহীন। ১৫ মে-র পরে বিমান পরিষেবা শুরু হলে আটকে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা হবে। নিয়ম এই পরিস্থিতিতে ভাঙা কাম্য নয়।’’

এ ছাড়াও প্রধানমন্ত্রী টুইট করে বলেন, ‍‘‍‘ভারতীয় বন্ধুদের সঙ্গে সে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে পাশেই রয়েছে অস্ট্রেলিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমি যৌথ ভাবে কাজ করছি করোনা সংক্রমণ রুখে মানুষকে সুরক্ষা প্রদান করতে।’’

উল্লেখ্য, ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার উড়ানযোগ বন্ধ বা ভারত থেকে অস্ট্রেলীয় নাগরিকদের দেশে ঢুকতে না দেওয়ার এই সরকারি সিদ্ধান্ত এখনও পর্যন্ত জারি হওয়া নিয়ম অনুযায়ী বলবৎ থাকবে ১৫ মে পর্যন্ত। গত শুক্রবারে নেওয়া মরিসন সরকারের সেই সিদ্ধান্তে আরও বলা হয়েছে, ১৪ দিনের মধ্যে কোনও ব্যক্তি আইনকে উপেক্ষা করে কোনও ভাবে ভারত থেকে অস্ট্রেলিয়ায় পা দিলে তাঁর পাঁচ বছরের কারাদণ্ড বা বড়মাপের জরিমানা হবে। এ দিন অবশ্য প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, কারাবাসের কোনও সম্ভাবনা নেই।

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের আগেই আইপিএল থেকে দেশে ফিরে গিয়েছেন অ্যাডাম জ়াম্পা, অ্যান্ড্রু টাই ও কেন রিচার্ডসন। দেশে ফিরে তাঁরা এখন নিভৃতবাসে রয়েছেন। কিন্তু এখনও আইপিএলে খেলা ১৪জন অস্ট্রেলীয় ক্রিকেটার ও স্লেটারের মতো কয়েকজন অস্ট্রেলীয় ধারাভাষ্যকার দেশে ফিরতে পারেননি। এ ছাড়াও অনুমান করা হচ্ছে, আরও ন’হাজার অস্ট্রেলীয় এই মুহূর্তে রয়ে গিয়েছেন ভারতে।

এ দিকে, জানা গিয়েছে, আইপিএলের জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে মাইকেল স্লেটার এই মুহূর্তে মলদ্বীপে চলে গিয়েছেন। তিনি ভারতে নেই। এমনই খবর অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের। তারা আরও জানিয়েছে, মলদ্বীপ থেকেই টুইটারে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন স্লেটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL COVID 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE