Advertisement
E-Paper

রেকর্ড ভাঙলেই ফেরারি, ছেলেদের বললেন সহবাগ

ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ভেঙে বাবা ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। আর বাবার রেকর্ড ভাঙতে পারলে ছেলে পাবে ফেরারি গাড়ি! সদ্য অবসরপ্রাপ্ত খেলোয়াড় বীরেন্দ্র সহবাগ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৫ ১৬:২৩
দুই ছেলের সঙ্গে সহবাগ। ছবি: টুইটার।

দুই ছেলের সঙ্গে সহবাগ। ছবি: টুইটার।

বাবার রেকর্ড ভাঙার পুরষ্কার ফেরারি গাড়ি!

ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ভেঙে বাবা ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। আর বাবার রেকর্ড ভাঙতে পারলে ছেলে পাবে ফেরারি গাড়ি! সদ্য অবসরপ্রাপ্ত খেলোয়াড় বীরেন্দ্র সহবাগ। ফিরোজ সাহ কোটলা মাঠে দাঁড়িয়ে নিজের রেকর্ড ভাঙার পুরষ্কার ঘোষণা করলেন তিনি। তবে আর কারোও জন্য নয়। শুধুমাত্র তাঁর দুই ছেলের জন্য।

২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩১৯ রান করেন। এটাই এখনও টেস্ট সিরিজে ভারতীয়দের সবথেকে বেশি রান। বৃহস্পতিবার সংবর্ধনা উপলক্ষে সপরিবারে ওই মাঠে হাজির ছিলেন তিনি। বলেন, ‘‘আমার রেকর্ড ভাঙতে পারলেই ছেলেদের ফেরারি গাড়ি দেব।’’

কী বলছে সহবাগের দুই ছেলে?

খুশি তারাও। দুই ছেলে বেদান্ত-আর্যবীরের মুখের হাসিতেই তা স্পষ্ট। তবে বাবার রেকর্ড ভাঙা কি আর চাট্টিখানা কথা! ফেরারি মিলবে কি না এখন সময়ই বলে দেবে।

Virender Sehwag sports news shewag promises ferari o sons 319 score record
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy