Advertisement
০৪ মে ২০২৪

হর্ষের অপসারণের কারণ কিছু সিনিয়র ক্রিকেটার?

আইপিএল থেকে হর্ষ ভোগলের অপসারণের খবর প্রকাশ্যে আসার পর চব্বিশ ঘণ্টাও কাটল না। শুরু হয়ে গেল নতুন বিতর্ক। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের অপসারণের পিছনে এ বার উঠে এল ভারতের কিছু সিনিয়র ক্রিকেটারের নাম।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ১৭:০৮
Share: Save:

আইপিএল থেকে হর্ষ ভোগলের অপসারণের খবর প্রকাশ্যে আসার পর চব্বিশ ঘণ্টাও কাটল না। শুরু হয়ে গেল নতুন বিতর্ক। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের অপসারণের পিছনে এ বার উঠে এল ভারতের কিছু সিনিয়র ক্রিকেটারের নাম।

আইপিএলের চলতি মরসুমে যে হর্ষকে দেখা যাবে না তা তাঁকে দিন সাতেক আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। এ বিষয়ে কোনও স্পষ্ট কারণ বোর্ডের তরফে জানানো না হলেও, এর পিছনে বিগ বি-র টুইটকে দায়ী করছিলেন কেউ কেউ। বচ্চন যে টুইটে বলেছিলেন, “একজন ভারতীয় ধারাভাষ্যকার ভারতীয় ক্রিকেটারদের চেয়ে বিদেশি ক্রিকেটারদের নিয়ে বড্ড বেশি কথা বলেন।” খোদ মহেন্দ্র সিংহ ধোনি তাতে সায় দিয়েছিলেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন হর্ষও। আর এর পরেই হর্ষের অপসারণ হওয়ায় দু’টি বিষয়ের মধ্যে যোগ খুঁজে পাচ্ছেন অনেকেই।

অমিতাভের টুইটকে সমর্থন করে সে দিন ধোনি রি টুইট করে লিখেছিলেন, “এর পর আর কিছু বলার নেই।” বিগ বি-র টুইট সমর্থন করে ‘দোষী’ ধারাভাষ্যকারকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সুরেশ রায়না, রোহিত শর্মার মতো কিছু সিনিয়র ক্রিকেটার। তাঁর অপসারণের পিছনে কে দায়ী তা নিয়ে মুখ না খুললেও হর্ষ বলেন, “সচিন-সৌরভ-রাহুলদের সময়টা সত্যিই আলাদা ছিল। ওঁরা সব বিষয়ে মাথা ঘামাতো না।” তবে কি এখনকার সিনিয়ররা সব বিষয়ে মাথা ঘামাচ্ছেন? প্রশ্নের উত্তর না দিলেও ইঙ্গিতটা স্পষ্ট।

আরও পড়ুন:
আইপিএল থেকে হর্ষকে ছাঁটাই করা নিয়ে বিতর্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Harsh Bhogle Seniors Cricketers BCCI ipl 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE