Advertisement
২০ এপ্রিল ২০২৪

কেলেঙ্কারির মধ্যেও বাগানকে শুভেচ্ছা জানালেন ব্লাটার

সেপ ব্লাটারের শুভেচ্ছার চিঠির খবর পেয়ে আপ্লুত মোহনবাগান কোচ সঞ্জয় সেন। বলে দিলেন, ‘‘এটা আমাদের সবার কাছে গর্বের ব্যাপার। ফিফার মতো বিশাল সংস্থা যে মোহনবাগান এবং ভারতীয় ফুটবলের খোঁজ নিয়মিত রাখে এটাই তো অনেক। দারুণ লাগছে।’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০১৫ ০৪:০৮
Share: Save:

সেপ ব্লাটারের শুভেচ্ছার চিঠির খবর পেয়ে আপ্লুত মোহনবাগান কোচ সঞ্জয় সেন। বলে দিলেন, ‘‘এটা আমাদের সবার কাছে গর্বের ব্যাপার। ফিফার মতো বিশাল সংস্থা যে মোহনবাগান এবং ভারতীয় ফুটবলের খোঁজ নিয়মিত রাখে এটাই তো অনেক। দারুণ লাগছে।’’

ফিফার আর্থিক কেলেঙ্কারির জেরে সদ্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার শীর্ষ পদ থেকে পদত্যাগ করলেও নিয়ম মতো পরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্যন্ত ব্লাটারেরই কাজ চালিয়ে যাওয়ার কথা। পদত্যাগের পরের দিনই— ৩ জুন জুরিখ থেকে এআইএফএফ প্রেসি়ডেন্ট প্রফুল্ল পটেলকে পাঠানো চিঠিতে ব্লাটার লিখেছেন, ‘‘মোহনবাগানকে আই লিগ জয়ের জন্য আমার অভিনন্দন আপনার মাধ্যমে পৌঁছে দিচ্ছি। আশা করব আগামী দিনেও মোহনবাগান এ ভাবেই এগিয়ে যাবে এবং সাফল্য পাবে।’’

সবুজ-মেরুন সমর্থকদের নানা জায়গায় টিমকে সংবর্ধনা দেওয়ার পালা চলার মধ্যেই ব্লাটারের অভিনন্দন-চিঠির খবরে বাগান তাঁবুতে বাড়তি উচ্ছ্বাস। রবিবার হেদুয়ার এক রক্তদান শিবিরে পি কে বন্দ্যোপাধায়ের সঙ্গে সনি-শিল্টনরাও যাচ্ছেন। শিলিগুড়ি থেকে বাগবাজার, কোন্নগর থেকে টালিগঞ্জ নানা অনুষ্ঠান হচ্ছে বাগান নিয়ে। চেতলায় সঞ্জয় সেনের বাড়ির সামনে বাগান কোচ আর তাঁর চ্যাম্পিয়ন টিমের ছবি দিয়ে বিশাল হোর্ডিং লাগিয়েছে পাড়ার ক্লাব। রবিবার সন্ধেয় সেখানে সংবর্ধনারও ব্যবস্থা করেছেন রাজ্যের পুরমন্ত্রী ববি হাকিম। কেকেআর বা আটলেটিকো দে কলকাতা চাম্পিয়ন হওয়ার পর তড়িঘড়ি সংবর্ধনার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। বাগান তেরো বছর পর আই লিগ পেলেও তা এখনও হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ-মেরুন দলকে শুভেচ্ছা জানালেও এ ব্যাপারে কিছু ঘোষণা করেননি। যা নিয়ে ক্ষোভ রয়েছে বাগানের অন্দরমহলে।

ক্লাবের পক্ষ থেকে ভাবা হচ্ছে ২৯ জুলাই মোহনবাগান দিবসে পুরো টিমকে সংবর্ধনা দেওয়ার। ওই দিনই ‘রত্ন’ দেওয়া হয়। বিদেশি ও ভিন রাজ্যের ফুটবলাররা অবশ্য ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন। কাতসুমি এ দিনই দিল্লি হয়ে চলে গেলেন জাপান। সনি যাবেন হাইতির বিমান টিকিট পেলেই। সম্ভবত রবিবার। পরের মরসুমে বাতিল বোয়া-ও বিমানের টিকিট পেলেই ফ্রান্সে চলে যাবেন। ক্লাবের কোনও বড় কর্তাই এখন শহরে নেই। তবে তাঁরা যে তালিকা দিয়ে গিয়েছেন সেটা মেনেই নতুন মরসুমের চুক্তিপর্ব চলছে। কর্তারা সবাই ফিরলে কোচের সঙ্গে বসে নতুন বিদেশি স্ট্রাইকার নিয়ে কথা হবে। তবে কিংশুক দেবনাথ, বলবন্ত সিংহ, শেহনাজ সিংহকে আপাতত বাগান সই করাচ্ছে না। তিন জনই আইএমজিআরে সই করেছেন সরাসরি। ফলে আইএসএল শেষ হলে তাঁদের সঙ্গে চুক্তি হবে ক্লাবের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE