শেষ চারের দৌড়টা জোরদার শুরু করেছিলেন মারিয়া শারাপোভা। কিন্তু, টেনিসে একটা চালু কথা আছে না, শেষ পয়েন্টটা কে জিতল, সেটাই আসল! মঙ্গলবার অস্ট্রেলিয়ার জাতীয় দিবসে সেই আসল পয়েন্টটাই জিতে শেষ চারের টিকিট পকেটস্থ করলেন সেরেনা উইলিয়ামস। এ নিয়ে শারাপোভার বিরুদ্ধে টানা ১৮ বার জিতলেন তিনি।
মহিলাদের এক নম্বর সেরেনা মেলবোর্ন পার্কে শারাপোভাকে ওড়ালেন স্ট্রেট সেটে ৬-৪, ৬-১। প্রথম সেটেই ২-০ এগিয়ে ছিলেন পঞ্চম বাছাই শারাপোভা। অন্য দিকে, সেরেনা এ দিন পুরোপুরি সুস্থও ছিলেন না। মাথা ঝিমঝিম করছিল বলে ম্যাচের মাঝেই দু’বার মেডিক্যাল টিম এসে দেখে যায় তাঁকে। এক বার তো কোচ তাঁকে ফ্রুট বারও খেতে দিলেন। এর সঙ্গে যোগ করুন মেলবোর্নের প্রচন্ড গরম। তাপমাত্রা পৌঁছেছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু, সব বাধা কাটিয়ে শেষ হাসিটা হাসলেন সেরেনাই। অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে ওঠার পথে এ বার তাঁর বাধা আগনিয়েস্কা রাদওয়ানস্কা।