Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Wimbledon 2022

Wimbledon 2022: উইম্বলডন শুরুর আগেই চ্যাম্পিয়ন হওয়ার পথে পা বাড়িয়ে রাখলেন জোকোভিচ, নাদাল

প্রত্যাশা মতোই উইম্বলডনে সহজ সূচি পেলেন বাছাই খেলোয়াড়রা। কোয়ার্টার ফাইনালের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না জোকোভিচ, নাদালদের।

নাদাল ও জোকোভিচ।

নাদাল ও জোকোভিচ। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১৭:৫৫
Share: Save:

গত বছর উইম্বলডনেই চোট পেয়ে কোর্ট থেকে ছিটকে গিয়েছিলেন সেরিনা উইলিয়ামস। এ বার সেই উইম্বলডনেই অন্যতম আকর্ষণ হতে চলেছেন সাত বারের চ্যাম্পিয়ন। প্রথম রাউন্ডে তাঁকে খেলতে হবে ক্রমতালিকায় ১০৮১ ধাপ এগিয়ে থাকা ফ্রান্সের হারমনি ট্যানের বিরুদ্ধে।

শুক্রবার উইম্বলডনের সূচি প্রকাশিত হল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তেমন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে না পুরুষ সিঙ্গলসের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ এবং দ্বিতীয় বাছাই রাফায়েল নাদালকে। যদিও কোয়ার্টার ফাইনালে জোকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ ভবিষ্যতের নাদাল বলে পরিচিত কার্লোস অলকারাজ। প্রথম রাউন্ডে তাঁর চ্যালেঞ্জার দক্ষিণ কোরিয়ার ওন সুন ও। কয়েক দিন আগেই ১৪তম ফরাসি ওপেন জেতা নাদালকে খেলতে হতে পারে ফেলিক্স অগারের বিরুদ্ধে। প্রথম রাউন্ডে নাদাল খেলবেন আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরানডোলোর বিরুদ্ধে।

উইম্বলডনে মোটের উপর সহজ সূচিই পেলেন প্রথম সারির অন্য খেলোয়াড়রাও। দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ব্রিটেনের অ্যান্ডি মারে এ বার অবাছাই। প্রথম রাউন্ডে তিনি খেলবেন অস্ট্রেলিয়ার জেমস ডাকওয়ার্থের বিরুদ্ধে। তিনটি গ্র্যান্ড স্লামের মালিক স্তান ওয়ারিঙ্কা প্রথম রাউন্ডে খেলবেন ইতালির তরুণ তুর্কি জানিক সিনারের বিরুদ্ধে। নিক কিরিয়সকে প্রথম রাউন্ডে খেলতে হবে ব্রিটেনের তরুণ প্রতিভা পল জাবের বিরুদ্ধে।

টানা ৩৫ ম্যাচ জেতা মহিলাদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেকও প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেলেন। তাঁকে খেলতে হবে ক্রোয়েশিয়ার যোগ্যতা অর্জনকারী জানা ফেটের বিরুদ্ধে। মহিলা সিঙ্গলসে দ্বিতীয় বাছাই অ্যানেট কন্টাভিট অভিযান শুরু করবেন আমেরিকার বার্নাডা পেরার বিরুদ্ধে। ফরাসি ওপেনের ফাইনালে ওঠা আমেরিকার টিনএজার কোকো গফ প্রথম রাউন্ডে খেলবেন রোমানিয়ার এলিনা গ্যাব্রিয়েলা রুসের বিরুদ্ধে। উইম্বলডনে গফ ১১তম বাছাই। যদিও ইউএস ওপেন চ্যাম্পিয়ন ব্রিটেনের এমা রাডুকানু খানিকটা কঠিন প্রতিপক্ষ পেয়েছেন প্রথম রাউন্ডে। ঘরের মেয়েকে খেলতে হবে বেলজিয়ামের অভিজ্ঞ খেলোয়াড় অ্যালিসন ভ্যান ইউভানেকের বিরুদ্ধে। প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন তথা এ বারের ১৬তম বাছাই সিমোনা হালেপ প্রথম রাউন্ডে খেলবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভার বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE