Advertisement
০৪ মে ২০২৪

ছন্দে ফেরার লড়াই সেরিনার

গত বছর মা হওয়ার জন্য প্রায় গোটা মরসুম খেলতে পারেননি মার্কিন তারকা। ফেডারেশন কাপে তিনি ফিরছেন। নর্থ ক্যারোলিনায় তাঁদের যুক্তরাষ্ট্রের সামনে নেদারল্যান্ডসের চ্যালেঞ্জ। তার আগে সংবাদমাধ্যমকে এমনই জানালেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক।

সেরিনা উইলিয়ামস।—ফাইল চিত্র।

সেরিনা উইলিয়ামস।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৩
Share: Save:

কোর্টের বাইরে তাঁকে গত এক বছর প্রচুর ওঠা-পড়ার মুখোমুখি হতে হয়েছে। তবে এ বার ফের কোর্ট শাসন করতে ফিরতে চান। তাতেই ফোকাস করছেন তিনি— সেরিনা উইলিয়ামস।

গত বছর মা হওয়ার জন্য প্রায় গোটা মরসুম খেলতে পারেননি মার্কিন তারকা। ফেডারেশন কাপে তিনি ফিরছেন। নর্থ ক্যারোলিনায় তাঁদের যুক্তরাষ্ট্রের সামনে নেদারল্যান্ডসের চ্যালেঞ্জ। তার আগে সংবাদমাধ্যমকে এমনই জানালেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক।

‘‘প্র্যাকটিসে অনেক ওঠা-পড়ার মুখোমুখি পড়তে হচ্ছে। এতে অবশ্য আমার অন্য রকম একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। আমার তো কিছু আর প্রমাণ করার নেই। সমস্ত প্রতিকূলতাকে জয় করে ফের কোর্টে ফেরার প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।’’

গত ডিসেম্বরে একটি প্রদর্শনী ম্যাচে আবু ধাবিতে সেরিনা নেমেছিলেন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জেলেনা অস্টাপেঙ্কোর বিরুদ্ধে। সেখানেই স্পষ্ট ছিল কোর্টে ফের পুরনো ফর্মে ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য সেরিনা স্ট্রেট সেটে সেই ম্যাচ হারেন। এর পরে অস্ট্রেলিয়া ওপেনেও তিনি নামার পরিকল্পনা করেছিলেন চ্যাম্পিয়নের তাজ রক্ষা করতে। কিন্তু পরে তা বাতিল করেন।

এ বার দেখার ফেড কাপে কোর্টে নামার পরে কত দ্রুত তিনি ছন্দে ফিরতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Serena Williams tennis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE