মেয়ে হওয়ার পরে এত দ্রুত তিনি কোর্টে ফেরার কথা বলেছেন যে তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অনেকে বলছেন এত দ্রুত কোর্টে ফেরা কঠিন। তিনি— সেরিনা উইলিয়ামস। কিন্তু শুধু কোর্টে ফেরা নয়, সেরিনা এ বার ভেঙে দিতে পারেন মেয়েদের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস জয়ের রেকর্ডও। মার্কিন খেলোড়কে এমনই দরাজ শংসাপত্র দিলেন স্বয়ং স্টেফি গ্রাফ।
এ মরসুমে অস্ট্রেলিয়ান ওপেন জিতে সেরিনা ইতিমধ্যেই স্টেফির ২২টি সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড ভেঙে দিয়েছেন। এ বার তাঁর সামনে মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। এক মাত্র খেলোয়াড় হিসেবে যাঁর কোনও গ্র্যান্ড স্ল্যাম দশ বারের বেশি জেতার নজির রয়েছে। ১৯৬০-১৯৭৩ এই সময়ে মার্গারেট ১১ বার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন।
সেরিনা কি কোর্টের সেই নজির ছুঁতে পারবেন?