Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩
Cricket

ব্যাট হাতে ব্যর্থ, ফেললেন ক্যাচ, ফাইনাল হেরে কাঁদলেন শেফালি

অস্ট্রেলিয়ার পাহাড় প্রমাণ ১৮৪ রান তাড়া করতে নেমে শেফালি ভার্মা মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফিরে যান।

হতাশ শেফালি। ছবি— এপি।

হতাশ শেফালি। ছবি— এপি।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ০৮ মার্চ ২০২০ ২০:৫৩
Share: Save:

ফাইনালে হেরে কান্নায় ভেঙে পড়লেন ভারতের মহিলা দলের ওপেনার শেফালি ভার্মা। সতীর্থরা তাঁকে সান্ত্বনা দিলেন।

অস্ট্রেলিয়ার পাহাড় প্রমাণ ১৮৪ রান তাড়া করতে নেমে শেফালি ভার্মা মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফিরে যান। তার আগে অ্যালিসা হিলির ক্যাচ ফেলেন শেফালি। হিলি ৩৯ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

লিগ পর্বে শেফালি ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। ফাইনালে তিনিই ছিলেন হরমনপ্রীতের হাতের তাস। কিন্তু সেই শেফালি ব্যর্থ হওয়ায় চাপে পড়ে যায় ভারত। সেই চাপ আর কাটিয়ে ওঠা যায়নি।

আরও পড়ুন: হরমনপ্রীতের হতাশ মুখে যেন সৌরভের সেই দিনের ছায়া

প্রথম ওভারে ফিরে যাওয়ার পরে ডাগ আউটে মুখ ঢেকে বসে থাকতে দেখা গিয়েছিল শেফালিকে। খেলার শেষে নিজেকে আর সামলে রাখতে পারেননি শেফালি। কাঁদতে শুরু করে দেন। তাঁকে শান্ত করার চেষ্টা করেন বাকিরা। অধিনায়ক হরমনপ্রীত কউরও ১৬ বছরের তারকা ব্যাটসম্যানকে সান্ত্বনা দেন। শেফালির কান্নার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE