হতাশ শেফালি। ছবি— এপি।
ফাইনালে হেরে কান্নায় ভেঙে পড়লেন ভারতের মহিলা দলের ওপেনার শেফালি ভার্মা। সতীর্থরা তাঁকে সান্ত্বনা দিলেন।
অস্ট্রেলিয়ার পাহাড় প্রমাণ ১৮৪ রান তাড়া করতে নেমে শেফালি ভার্মা মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফিরে যান। তার আগে অ্যালিসা হিলির ক্যাচ ফেলেন শেফালি। হিলি ৩৯ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
লিগ পর্বে শেফালি ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। ফাইনালে তিনিই ছিলেন হরমনপ্রীতের হাতের তাস। কিন্তু সেই শেফালি ব্যর্থ হওয়ায় চাপে পড়ে যায় ভারত। সেই চাপ আর কাটিয়ে ওঠা যায়নি।
আরও পড়ুন: হরমনপ্রীতের হতাশ মুখে যেন সৌরভের সেই দিনের ছায়া
প্রথম ওভারে ফিরে যাওয়ার পরে ডাগ আউটে মুখ ঢেকে বসে থাকতে দেখা গিয়েছিল শেফালিকে। খেলার শেষে নিজেকে আর সামলে রাখতে পারেননি শেফালি। কাঁদতে শুরু করে দেন। তাঁকে শান্ত করার চেষ্টা করেন বাকিরা। অধিনায়ক হরমনপ্রীত কউরও ১৬ বছরের তারকা ব্যাটসম্যানকে সান্ত্বনা দেন। শেফালির কান্নার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে।
It's ok Shafali verma, you've achieved more than what a 16 year old can do 🔥🔥 don't be sad 😭😭 We are proud you
— Karthi Thondamuthur 🇮🇳 (@karthiabvp) March 8, 2020
shafaliverma #T20WorldCup #INDvAUS pic.twitter.com/PcwCisHctX
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy