‘‘আপনারা আমাদের জন্য প্রার্থনা করুন। আমরা আপনাদের জন্য খেলব।’’ কেকেআর ভক্তদের জন্য বিশেষ বার্তা নাইট-মালিক শাহরুখ খানের।
চলতি মাসের ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল। ইডেন গার্ডেন্সে কেকেআর নামছে রবিবার। সোমবার ভিডিও প্রকাশ করে কিং খান শেষ নিঃশ্বাস এবং শেষ রান পর্যন্ত নাইট-ভক্তদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। ভক্তরাও শাহরুখের বার্তা পেয়ে ফুটতে শুরু করে দিয়েছেন। প্রিয় দলের জন্য গলা ফাটানোর অঙ্গীকার করছেন তাঁরা।
দু-দু’ বারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর। দু’বারই অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এখন অবশ্য নেতৃত্বের পালাবদল ঘটেছে। গত বারের মতো এ বারও দীনেশ কার্তিক অধিনায়ক।
আরও পড়ুন: ওয়াংখেড়েতে নেমেই যুবি বললেন, এখানেই আট বছর আগে…
আগের বার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২-এ হেরে যায় কলকাতা। এ বার অবশ্য দলে কয়েকটা পরিবর্তন আনা হয়েছে। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন, ইংল্যান্ডের হ্যারি গারনির সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটকে নেওয়া হয়েছে। অধিনায়ক কার্তিক জানিয়েছেন, গতবারের ভুল থেকে তাঁরা শিক্ষা নিয়েছেন। আগের বারের ভুল এ বার আর করবেন না তাঁরা।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)