Advertisement
০১ জুন ২০২৪
Shahid Afridi

বিরাট প্রশংসায় আফ্রিদি

মাঠের ভিতর যতই দ্বন্দ্ব-লড়াই থাক মাঠের বাইরে একে অন্যের প্রতি তাঁর যে শ্রদ্ধাশীল তা আবারও প্রমাণ করে দিলেন শাহিদ আফ্রিদি এবং বিরাট কোহালি।

শেষ ম্যাচে নামার আগে বিরাটের সঙ্গে শাহিদ। ছবি: সংগৃহীত।

শেষ ম্যাচে নামার আগে বিরাটের সঙ্গে শাহিদ। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ২৩:০৭
Share: Save:

ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই। চাপা টেনসনের মোড়কে দু’দলের ক্রিকেটারদের জ্বলে ওঠার ম্যাচ। তবে, মাঠের ভিতর যতই দ্বন্দ্ব-লড়াই থাক মাঠের বাইরে একে অন্যের প্রতি তাঁর যে শ্রদ্ধাশীল তা আবারও প্রমাণ করে দিলেন শাহিদ আফ্রিদি এবং বিরাট কোহালি।

আরও পড়ুন: মানুষের পাশে দাঁড়িয়ে নতুন উদ্যোগ গৌতম গম্ভীরের

মঙ্গলবার বিরাট কোহালির সই করা একটি ব্যাটের ছবি টুইট করে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক লেখেন “শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনের জন্য তোমার এই ব্যাটটি পাঠানোয় অসংখ্য ধন্যবদ। তোমার মত বন্ধু এবং সমর্থক যেন সবাই পায়।” & শাহিদের করা এই টুইটের প্রত্যুত্তরে ভারত অধিনায়ক কোহালি লেখেন “তোমায় অসংখ্য শুভেচ্ছা শাহিদ ভাই। তোমার এবং শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য আগামী দিন সাফল্যের সঙ্গে কাটুক সেই কামনাই করি।”' ☺️ এটাই প্রথম নয় ২০১৬ এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফ্রিদি অবসর নেওয়ার সময় কোহালি তাঁর নিজের একটি জার্সি তাঁর হতে তুলে দেন। তাতে লেখা ছিল ভবিষ্যতের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল। তোমার বিরুদ্ধে খেলা ম্যাচগুলি বেশ উপভোগ করেছি। ভারতীয় ক্রিকেটারদের সইও ছিল কোহালির পাঠান সেই জার্সিতে।

শাহিদের করা এই টুইটের প্রত্যুত্তরে ভারত অধিনায়ক কোহালি লেখেন “তোমায় অসংখ্য শুভেচ্ছা শাহিদ ভাই। তোমার এবং শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য আগামী দিন সাফল্যের সঙ্গে কাটুক সেই কামনাই করি।”

এটাই প্রথম নয় ২০১৬ এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফ্রিদি অবসর নেওয়ার সময় কোহালি তাঁর নিজের একটি জার্সি তাঁর হতে তুলে দেন। তাতে লেখা ছিল ভবিষ্যতের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল। তোমার বিরুদ্ধে খেলা ম্যাচগুলি বেশ উপভোগ করেছি। ভারতীয় ক্রিকেটারদের সইও ছিল কোহালির পাঠান সেই জার্সিতে।

মঙ্গলবার বিরাট কোহালির সই করা একটি ব্যাটের ছবি টুইট করে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক লেখেন “শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনের জন্য তোমার এই ব্যাটটি পাঠানোয় অসংখ্য ধন্যবদ। তোমার মত বন্ধু এবং সমর্থক যেন সবাই পায়।” & শাহিদের করা এই টুইটের প্রত্যুত্তরে ভারত অধিনায়ক কোহালি লেখেন “তোমায় অসংখ্য শুভেচ্ছা শাহিদ ভাই। তোমার এবং শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য আগামী দিন সাফল্যের সঙ্গে কাটুক সেই কামনাই করি।”' ☺️

মঙ্গলবার বিরাট কোহালির সই করা একটি ব্যাটের ছবি টুইট করে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক লেখেন “শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনের জন্য তোমার এই ব্যাটটি পাঠানোয় অসংখ্য ধন্যবদ। তোমার মত বন্ধু এবং সমর্থক যেন সবাই পায়।” & শাহিদের করা এই টুইটের প্রত্যুত্তরে ভারত অধিনায়ক কোহালি লেখেন “তোমায় অসংখ্য শুভেচ্ছা শাহিদ ভাই। তোমার এবং শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য আগামী দিন সাফল্যের সঙ্গে কাটুক সেই কামনাই করি।”' ☺️ এটাই প্রথম নয় ২০১৬ এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফ্রিদি অবসর নেওয়ার সময় কোহালি তাঁর নিজের একটি জার্সি তাঁর হতে তুলে দেন। তাতে লেখা ছিল ভবিষ্যতের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল। তোমার বিরুদ্ধে খেলা ম্যাচগুলি বেশ উপভোগ করেছি। ভারতীয় ক্রিকেটারদের সইও ছিল কোহালির পাঠান সেই জার্সিতে।

শাহিদের করা এই টুইটের প্রত্যুত্তরে ভারত অধিনায়ক কোহালি লেখেন “তোমায় অসংখ্য শুভেচ্ছা শাহিদ ভাই। তোমার এবং শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য আগামী দিন সাফল্যের সঙ্গে কাটুক সেই কামনাই করি।”

এটাই প্রথম নয় ২০১৬ এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফ্রিদি অবসর নেওয়ার সময় কোহালি তাঁর নিজের একটি জার্সি তাঁর হতে তুলে দেন। তাতে লেখা ছিল ভবিষ্যতের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল। তোমার বিরুদ্ধে খেলা ম্যাচগুলি বেশ উপভোগ করেছি। ভারতীয় ক্রিকেটারদের সইও ছিল কোহালির পাঠান সেই জার্সিতে।

আরও পড়ুন: বিএমডব্লিউ দিয়ে সংবর্ধিত করা হল মিতালিকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE