Advertisement
২৫ এপ্রিল ২০২৪

হর্ন থেকে হগ, নাইট সংসারে সবাইকে স্বাগত জানাচ্ছেন বাদশা

রাত আটটায় গৌতম গম্ভীরদের টিম বাস হোটেলের পথে রওনা হওয়ার সময় ইডেনের বাইরে আওয়াজ উঠল, ‘কেকেআর..কেকেআর.. কেকেআর.. কেকেআর’।

জোর কদমে প্রস্তুতি। ইডেনে নাইটদের প্র্যাকটিসে সাকিব আল হাসান।

জোর কদমে প্রস্তুতি। ইডেনে নাইটদের প্র্যাকটিসে সাকিব আল হাসান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০৪:৫৮
Share: Save:

রাত আটটায় গৌতম গম্ভীরদের টিম বাস হোটেলের পথে রওনা হওয়ার সময় ইডেনের বাইরে আওয়াজ উঠল, ‘কেকেআর..কেকেআর.. কেকেআর.. কেকেআর’।

বিশ্বকাপ ছেড়ে আইপিএল গ্রহে ঢুকে পড়েছে কলকাতা।

খোঁজখবর নেওয়া শুরু হয়ে গিয়েছে কবে থেকে টিকিট দেওয়া শুরু হবে ইডেনে। তবু সিএবি কর্তাদের ধারণা, বিশ্বকাপের রেশ কাটিয়ে প্রথম দুই ম্যাচে গ্যালারি ভরানো বেশ কঠিন।

বাইরে যাই হোক না কেন, নাইটদের শিবিরে কিন্তু যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। একের পর পর টুইট, টেক্সট ভেসে আসছে নাইটদের মহাকর্তা শাহরুখ খানের মোবাইল থেকে।

জিমে শক্তি বাড়াচ্ছেন ব্র্যাড হগ।-শঙ্কর নাগ দাস ও টুইটার

নাইটদের সংসারে যাঁরাই যোগ দিচ্ছেন, পেয়ে যাচ্ছেন এসআরকে-র স্বাগত বার্তা। সুদূর কানাডার রকি মাউন্টেন অভিযান শেষ করে যিনি গম্ভীরদের মানসিক ভাবে চাঙ্গা করতে তাঁদের শিবিরে যোগ দিতে আসছেন, সেই পেশাদার এক্সপ্লোরার মাইক হর্ন তাঁর ‘নিজের পরিবারে’ ফিরে আসার খবর টুইট করতেই শাহরুখের জবাব, ‘‘ওয়েলকাম হোম মাই ফ্রেন্ড।’’

অস্ট্রেলিয়ান চায়নাম্যান বোলার ব্র্যাড হগ, যিনি গম্ভীরদের সংসারকে মাতিয়ে রাখতে ওস্তাদ, তিনি যখন টুইটারে লিখলেন, ‘‘আবার আইপিএল চলে এল, নাইট রাইডাররা ফের এক জায়গায়,’’ তখন বাদশা তাঁকে পাল্টা লিখলেন, ‘‘লাভ ইউ। এখন মজা করার সময়। খুব তাড়াতাড়ি দেখা হবে।’’

কলিন মানরো, জন হেস্টিংসদেরও একই ভাবে অভ্যর্থনা জানালেন নাইটদের বিগ বস। শোনা গেল গম্ভীরের মোবাইলে তাঁর একটা টেক্সটও এসেছে, যা নাকি প্রেরণায় ঠাসা।

আইপিএল গ্রহে ঢুকে পড়েছেন শাহরুখ খানও।

মঙ্গলবার রাতে শহরে আসেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার বিকেলে তিনিও যোগ দিলেন নাইটদের প্র্যাকটিসে। প্র্যাকটিসে আসার আগে হোটেলে একটি মিটিংও সেরে নেন নাইটদের নতুন কোচ জাক কালিস। সঙ্গে ছিলেন সহকারী কোচ, প্রাক্তন অজি তারকা ব্যাটসম্যান সাইমন কাটিচ।

শুধু আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের আসা বাকি। বিশ্বকাপ জয়ের রেশ কাটিয়ে রাসেল কবে আসবেন কলকাতায় সেই ব্যাপারে যেমন কোনও পাকা খবর নেই কেকেআর শিবিরে, তেমন খবর নেই নারিনের ব্যাপারেও। পিতৃবিয়োগের খবর পেয়ে সেই যে বিশ্বকাপ ফাইনালের ভোরে দেশে রওনা দিয়েছেন, তার পর আর কোনও খবর নেই।

কলকাতায় কয়েক দিন প্র্যাকটিস করে চেন্নাইয়ে রামকৃষ্ণ ইউনিভার্সিটির আইসিসি অনুমোদিত বোলিং অ্যাকশন পরীক্ষা কেন্দ্রে নিজের অ্যাকশন নিয়ে ছাড়পত্র জোগাড়ের জন্য যাওয়ার কথা ছিল নারিনের। কিন্তু তা হল না। এ বার ফিরে এসে তাঁকে চেন্নাইয়ে গিয়ে সবুজ সঙ্কেত নিয়ে আসতে হবে। না হলে ত্রিনিদাদ থেকে সোজা লন্ডনে গিয়ে সেখানে নিজের অ্যাকশন পরীক্ষা করিয়ে ছাড়পত্র নিয়ে আসতে হবে তাঁকে। এ সব করতে যা সময় লাগবে, তাতে ইডেনে প্রথম হোম ম্যাচে তাঁর নামা হবে কি না, এই নিয়েই প্রশ্ন উঠছে এখন।

বুধবার নেটে অনেকটা সময় কাটালেন গৌতম গম্ভীর। জানুয়ারিতে জাতীয় টি-টোয়েন্টি মুস্তাক আলি ট্রফির পর আর মাঠে নামা হয়নি তাঁর। মুস্তাক আলিতেও যে ভাল ফর্মে ছিলেন তিনি, তাও নয়। তাই নেটে বোধহয় একটু বেশিই সময় দিচ্ছেন তিনি। এ দিন সন্ধ্যায় ইডেন ছেড়ে বেরনোর সময় হাতে এক প্লেট পাস্তা নিয়ে টিম বাসে উঠতে দেখা গেল তাঁকে। জানা গেল, প্র্যাকটিস এত দেরিতে শেষ করেছেন যে ড্রেসিংরুমে ফিরে না কি খাওয়ার সময়ও পাননি।

আইপিএল গ্রহে ভালমতো ঢুকে পড়েছেন গৌতম গম্ভীরও।

Oh already heart rate higher… it’s that time of the year. Happiness, tears passion begins..Ami KKR

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SRK IPL cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE