Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sports

রেকর্ডের পর রেকর্ড করে ওয়েলিংটনে সাকিব-মুশফিকুরের ব্যাঘ্র গর্জন

অবশেষে যেন খোলস ছেড়ে বেরল বাংলাদেশ। টি২০ এবং ওয়ান ডে-তে হোয়াইটওয়াশের পর দলকে ট্র্যাকে ফেরানোর দায়িত্বটা নিলেন দুই ‘প্রবীণ’— সাকিব অল হাসান এবং মুশফিকুর রহিম। শুক্রবারের ওয়েলিংটন দেখল আহত দুই বাঘের গর্জন। দলের অন্যতম দুই অভি়জ্ঞ ক্রিকেটারের ব্যাটের আঘাতে ছিন্ন ভিন্ন হল ট্রেন্ট বোল্ট-টিম সাউদিদের আক্রমণ।

রেকর্ডের সেই জুটি। ছবি: এএফপি।

রেকর্ডের সেই জুটি। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ১২:৫১
Share: Save:

অবশেষে যেন খোলস ছেড়ে বেরল বাংলাদেশ। টি২০ এবং ওয়ান ডে-তে হোয়াইটওয়াশের পর দলকে ট্র্যাকে ফেরানোর দায়িত্বটা নিলেন দুই ‘প্রবীণ’— সাকিব অল হাসান এবং মুশফিকুর রহিম। শুক্রবারের ওয়েলিংটন দেখল আহত দুই বাঘের গর্জন। দলের অন্যতম দুই অভি়জ্ঞ ক্রিকেটারের ব্যাটের আঘাতে ছিন্ন ভিন্ন হল ট্রেন্ট বোল্ট-টিম সাউদিদের আক্রমণ। ডাবল সেঞ্চুরি করলেন সাকিব। দেড়শো করলেন মুশফিকুর। পঞ্চম উইকেটে তাঁদের ৩৫৯ রানের বিশাল পার্টনারশিপে ভর করে দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড়ে বাংলাদেশ।

বৃহস্পতিবার প্রথম দিনের শেষে যখন ড্রেসিংরুমে ফিরছিলেন সাকিব-মোমিনুল স্কোরবোর্ডে তখন ১৫৪/৩। এ দিন বেশি ক্ষণ টেকেননি মোমিনুলও। এর পর শুরু হয় সেই ঐতিহাসিক পার্টনারশিপ। ৮২ ওভার ২ বলের জুটিতে ভাঙল একাধিক রেকর্ড। বাংলাদেশের পক্ষে যে কোনও উইকেটে এটিই এখন সর্বোচ্চ পার্টনারশিপ। ২০১৫ সালে খুলনা টেস্টে তামিম-ইমরুলের গড়া ৩১২ রানের জুটির রেকর্ড আজ ভেঙে দিলেন সাকিব-মুশফিক। শুধু তা-ই নয়, টেস্ট ইতিহাসে পঞ্চম উইকেটে চতুর্থ সর্বোচ্চ জুটি হয়ে গেল এটি।

আরও খবর: ওয়েলিংটনে সাকিব-মুশফিকুরের ব্যাটে ভাঙল যে সব রেকর্ড

নিউজিল্যান্ডের মাঠে এটি সফরকারী দলগুলোর মধ্যে যে কোনও উইকেটে এটা নতুন রেকর্ড। সাকিব-মুশফিকুর ভাঙলেন ৪৪ বছরের পুরোনো রেকর্ড। ১৯৭৩ সালে দুনেদিন টেস্টে চতুর্থ উইকেটে ৩৫০ রান যোগ করেছিলেন পাকিস্তানের আসিফ ইকবাল ও মুস্তাক মহম্মদ। সেই রেকর্ডও টপকে গেলেন সাকিবরা।

দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ ৫৪২/৭। তাসকিন-মিরাজরা সাকিবদের দেখে উদ্বুদ্ধ হলে কিউয়িদের হাতে ওয়ানডে, টি২০-র মধুর প্রতিশোধ নিতেই পারে টাইগাররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shakib Al Hasan Mushfiqur Rahim Wellington Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE