বিশ্ব প্যারা-তিরন্দাজিতে ঐতিহাসিক সোনা ভারতের শীতল দেবীর। মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। শনিবার দক্ষিণ কোরিয়ায় বিশ্বের এক নম্বর তিরন্দাজ উজ়নুর জুরে গির্ডিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের শীতল।
কম্পাউন্ড তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের ফাইনালে শীতল জিতেছেন ১৪৬-১৪৩ ফলে। প্রতিযোগিতায় শীতলই একমাত্র তিরন্দাজ যাঁর দু’টি হাত নেই। পা ও থুতনির সাহায্যে লক্ষ্যে তির ছোড়েন তিনি। শীতলই প্রথম মহিলা তিরন্দাজ যিনি দু’হাত না থাকলেও সোনা জেতার নজির গড়লেন। এর আগে এক জনেরই এ ভাবে সোনা জেতার নজির রয়েছে। ২০২২ সালে আমেরিকার পুরুষ তিরন্দাজ ম্যাট স্টাটজ়ম্যান দুবাই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। তাঁরও দুটি হাত নেই।
সিঙ্গলস ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় শীতল ও উজ়নুরের। প্রথম রাউন্ডের শেষে দু’জনের পয়েন্ট ছিল ২৯-২৯। এর পরে শীতল ১০ পয়েন্টের হ্যাটট্রিক করে দ্বিতীয় রাউন্ডে এগিয়ে যান। এই রাউন্ডে তিনি জেতেন ৩০-২৭। তৃতীয় রাউন্ডে আবার দু’জনের পয়েন্ট দাঁড়ায় ২৯-২৯। যদিও চতুর্থ রাউন্ডে এক পয়েন্টের জন্য শীতল হারেন। তবে শেষ রাউন্ডে একেবারে নিখুঁত ছিলেন শীতল। তিনটি তির একেবারে নিশানায় ছুড়ে ৩০ পয়েন্ট তুলে সোনা নিশ্চিত করেন তিনি।
কম্পাউন্ড তিরন্দাজির মেয়েদের দলগত বিভাগে রানার্স হয়েছেন শীতল ও সরিতা দেবী। তুরস্কের কাছে ১৪৮-১৫২ ফলে হারেন তাঁরা। মিক্সড টিম বিভাগেও ব্রোঞ্জ পেয়েছেন শীতল। সেই দলে তাঁর সতীর্থ ছিলেন টোমান কুমার। গ্রেট ব্রিটেনের জুটিকে ১৫২-১৪৯ ফলে হারিয়েছেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)