আহত শিখর ধবন। ছবি: এএফপি।
লোকেশ রাহুলের পর এ বার আরও এক ওপেনার। চোটের জন্য ছিটকে গেলেন সিরিজের শেষ ম্যাচ থেকে। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন শিখর ধবন। রবিবারই শিখর ধবনের আঙুলের এক্স-রে করানো হয়। সেখানে চিড় ধরেছে। যে কারণে তৃতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। ছিটকে গেলেন সিরিজ থেকেই। আপাতত ১০ থেকে ১৫ দিন বিশ্রাম নিতে বলা হয়েছে। ট্রেন্ট বোল্টের বাউন্সারে দু’বার একই জায়গায় লাগার পরই ব্যথা অনুভব করেন তিনি।
৮ অক্টোবর ইন্দৌরে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। লোকেশ রাহুল ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসেবে ডেকে নেওয়া হয়েছিল আর এক অভিজ্ঞ ওপেনার গৌতম গম্ভীরকে। শিখর ধবনের পরিবর্ত হিসেবে ডাকা হচ্ছে করুণ নায়ারকে। এমনিতেই ফর্মের ধারে কাছেও নেই ধবন। যার ফলে তাঁকে পরবর্তি সিরিজ থেকে বাদ পড়তেই হত। এমন অবস্থায় তৃতীয় টেস্টে ভারতের জার্সি গায়ে আবার ওপেন করতে দেখা যেতে পারে গম্ভীরকে।
আরও খবর
ঘরের মাঠে ২৫০তম টেস্ট জিতে সিরিজ জয় ভারতের
পাকিস্তানকে পিছনে ফেলে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত