Advertisement
E-Paper

বন্যাদুর্গতদের পাশে শিল্টনরা

ইস্টবেঙ্গলের কেরল-জাত কিছু ফুটবলারের উদ্যোগে কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছিল বন্য ত্রাণের জন্য অর্থ সংগ্রহ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ০৩:৩১

এ বার সেই রাস্তায় হাঁটল মোহনবাগানও। তবে কেউ একা নন, কোচ, ফুটবলার, কর্তারা এক সঙ্গে। মোহনবাগান অধিনায়ক শিল্টন পাল সোমবার অনুশীলনের পর বলে দিলেন, ‘‘আমরা আমাদের সবার লিগের ম্যাচ সেরার টাকা এবং সমর্থকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ কেরলের বন্যাবিধ্বস্ত মানুষকে সাহা়য্যের জন্য পাঠাব।’’

অনেক ঝামেলার পর আজ সোমবার সকালেই মাইনে পেয়েছেন দিপান্দা ডিকা, হেনরি কিসেক্কারা। কলকাতা লিগের শেষ ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে পাঁচ গোলে জেতার পর ডার্বির প্রহর গুনছে সবুজ-মেরুন। এই আবহে কোচ ও কর্তাদের সম্মতি নিয়ে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন শিল্টনরা। এমনিতে গত কয়েক বছর ধরেই প্রতি ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার অর্থ দুঃস্থ মানুষকে দান করার রীতি চালু আছে মোহনবাগানে। কলকাতা লিগের ম্যাচ সেরা হওয়ার জন্য আই এফ এ-র দেয় পাঁচ হাজার টাকা। এর বাইরেও এ বার মোহনবাগান কর্মসমিতির এক সদস্য আরও পাঁচ হাজার টাকা দিচ্ছেন। শিল্টনরা ঠিক করেছেন, ওই টাকার সঙ্গে তাঁদের মতো দলের সিনিয়র ফুটবলাররাও কিছু টাকা দেবেন। শিল্টন বললেন, ‘‘আমাদের মাঠেও কয়েকটা বাক্স রাখব। সেখানে সদস্য সমর্থকরা অর্থ সাহায্য করতে পারবেন। সব টাকা আমরা পাঠিয়ে দেব কেরলের জন্য মুখ্যমন্ত্রীর মাধ্যমে।’’

শিল্টনদের মানবিক উদ্যোগের মধ্যেও অবশ্য ক্লাবের সমস্যা অব্যহত। ফিফার ফুটবলার নেওয়ার দরজা বন্ধ হয়ে যাচ্ছে ৩১ অগস্ট। আই লিগের জন্য ভাল বিদেশি ফুটবলার নিতে হলে ওই সময়ের মধ্যে নিতে হবে। হাতে মাত্র আর তিন দিন। কলকাতা লিগে খেলা তিন বিদেশির সঙ্গে ইউতা কিনওয়াকির সঙ্গে শুধু আই লিগের জন্য চুক্তি হয়েছে। মোহনবাগানের যা আর্থিক অবস্থা তাতে বাকি দুই বিদেশি কবে নেওয়া কঠিন। সচিব অঞ্জন মিত্র বললেন, ‘‘আর্থিক সমস্যা রয়েছে। কোচের সঙ্গে বিদেশি নিয়ে কথা বলব।’’ আজ মঙ্গলবার কল্যানীতে গিয়ে অনুশীলন করবে মোহনবাগান। সেখানেই বুধবার ডিকাদের খেলা। এ দিকে প্রায় এক মাস বসে থাকার পর ইস্টবেঙ্গলের কোস্টা রিকার বিশ্বকাপার জনি আকোস্তার সই করতে পারেন আজ।

Kerala Flood Mohun Bagan Relief Fund
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy