Advertisement
০৮ মে ২০২৪
Cricket

ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ না হলে শেষ করা হোক সব সম্পর্ক, দাবি শোয়েবের

পাকিস্তানের মাটিতে টি টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ গিয়েছে পাকিস্তান সফরে। শোয়েব আখতার মনে করেন, যে কোনও দেশ পাকিস্তানে এসে নিরাপদে খেলতে পারে।

ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরুর দাবি করলেন শোয়েব। —ফাইল চিত্র।

ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরুর দাবি করলেন শোয়েব। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
করাচি শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৯
Share: Save:

দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক বন্ধ রয়েছে বহু দিন। এক মাত্র আইসিসি টুর্নামেন্ট ছাড়া দুই দেশ ক্রিকেট মাঠে মুখোমুখিই হয় না। দ্বিপাক্ষিক সিরিজ চালু করার বিষয়ে দুই দেশের বহু ক্রিকেটার আগেও গলা ফাটিয়েছেন। এ বার এই বিষয়ে সরব হলেন শোয়েব আখতার। দ্বিপাক্ষিক সিরিজ চালু না হলে দুই দেশের মধ্যে সমস্ত সম্পর্ক শেষ করার পক্ষে সওয়াল করলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

প্রাক্তন পাক পেসার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘ভারত ও পাকিস্তান যদি ক্রিকেট না খেলে, তা হলে বাণিজ্য-সহ সব কিছুই বন্ধ হওয়া উচিত। যখনই ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটের কথা ওঠে, তখনই শুরু হয় রাজনীতির খেলা। দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ হলে অর্থ উপার্জন হবে, ফ্যান ফলোয়িং বাড়বে, নতুন তারকার উদয় হবে। ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে কেমন খেলে, তা দেখার জন্য আমরা সবাই তাকিয়ে।’’

সম্প্রতি ভারত সরকারের অনুমতি না নিয়ে ভারতের একটি দল পাকিস্তানে গিয়েছিল কবাডি বিশ্বকাপে অংশ নিতে। ফাইনালে পাকিস্তান হারায় ভারতকে। তার পরেই শোয়েব বলেন, ‘‘আমরা দুই দেশ যদি একে অপরের বিরুদ্ধে কবাডি, ডেভিস কাপ খেলতে পারি, তা হলে ক্রিকেট খেলতে পারব না কেন? ভারত যদি পাকিস্তানে এসে খেলতে না চায় বা পাকিস্তান যদি ভারতে গিয়ে না খেলে, তা হলে নিরপেক্ষ দেশের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ করা হোক।’’

আরও পড়ুন: বিশ্বকাপ জেতার সেই ছবির জন্য ২০ বছরের সেরা ক্রীড়া মুহূর্ত সম্মান পেলেন সচিন

পাকিস্তানের মাটিতে টি টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ গিয়েছে পাকিস্তান সফরে। শোয়েব মনে করেন, যে কোনও দেশ পাকিস্তানে এসে নিরাপদে খেলতে পারে। তিনি বলেন, ‘‘আমরা বিশ্বের অন্যতম সেরা আয়োজক দেশ। ভারত এর প্রমাণ আগেও পেয়েছে। বীরেন্দ্র সহবাগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকরকে আমরা খুব ভালবাসি। আমাদের মধ্যে দূরত্বের জন্য ক্রিকেট বন্ধ করে দেওয়া উচিত নয়। আশা করি, খুব শীঘ্রই ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলবে।’’

আরও পড়ুন: টি টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দশে নামলেন কোহালি, দুইয়ে লোকেশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shoaib Akhtar India vs Pakistan Bilateral Tie
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE