দলের দায়িত্ব নিয়েছেন মাস দুয়েক। কিন্তু বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান যেন দিশা হারিয়েছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে এ বার টি টোয়েন্টি ক্রিকেটে অজিদের হাতেও বিধ্বস্ত হতে হল পাকিস্তানকে। অথচ এই ফরম্যাটে কয়েক দিন আগেও তো পাকিস্তানই ছিল অপ্রতিরোধ্য। সেই পাকিস্তান এখন রাস্তা ভুলে গিয়েছে।
পারথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ২-০ জিতে নিয়েছে অজিরা। চলতি বছরে শেষ ১০টি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে পাকিস্তান। সরফরাজ আহমেদ নেতা থাকাকালীন পাকিস্তানের দাপট ছিল টি টোয়েন্টিতে। বাবর আজম ক্যাপ্টেন হওয়ার পরে পাকিস্তানের পারফরম্যান্স ফিকে হয়েছে। পাক-ক্রিকেটের বেহাল অবস্থা দেখে চিন্তিত প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারও। তিনি কড়া ভাষায় সমালোচনা করেছেন ক্রিকেটারদের।