হকি ইন্ডিয়া লিগ (এইচআইএল)-এ চ্যাম্পিয়ন হল শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগারস পুরুষ দল। রাউরকেল্লার বিরসা মুণ্ডা হকি স্টেডিয়ামে হায়দরাবাদ তুফানসকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলার এই দল। ফাইনালে হ্যাটট্রিক করেন যুগরাজ সিংহ। ছ’মিনিট বাকি থাকতে পেনাল্টি কর্নার থেকে গোল করে জয় ছিনিয়ে আনেন স্যাম লেন।
টুর্নামেন্টের শুরু থেকেই ভাল খেলেছে শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগারস। গ্রুপ লিগে ১০টি ম্যাচ খেলে ১৯ পয়েন্ট তুলে নেয় তারা। ১০টি ম্যাচের মধ্যে ছ’টিতেই জয়ী হয় শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগারস। গ্রুপের শেষ ম্যাচে তাদের বিপক্ষে ছিল দিল্লি এসজি পাইপার্স। ওই ম্যাচে জয় ছিনিয়ে আনেন যুগরাজ। সেমিফাইনালে তামিলনাড়ু ড্রাগনসকে হারায় বাংলার দল। প্রতিযোগিতায় ১২টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন যুগরাজ।
আরও পড়ুন:
শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগারসের অধিনায়ক রূপেন্দ্র পাল সিংহ বলেন, ‘‘দারুণ সফর ছিল। সাত বছর পরে আবার ফিরেছে হকি ইন্ডিয়া লিগ। এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য হকি ইন্ডিয়ার কাছে কৃতজ্ঞ আমরা। টুর্নামেন্টে অনেক ওঠা-পড়া ছিল। তবে শেষে আমরাই জিতেছি। পরস্পরের উপর বিশ্বাসই আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আমার দল যে পরিশ্রম করেছে, তার জন্য আমি গর্বিত।’’