Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Shubman Gill

শুভমানের সেঞ্চুরিতে গর্বিত বাবা

বিশ্বকাপে লাগাতার ভাল পারফরম্যান্স। পাকিস্তানকে ধরাশায়ী করে ভারতকে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে তোলার পিছনেও রয়েছে তাঁর চওড়া ব্যাট। ক্রিকেটপ্রেমীদের তো বটেই, ছেলের খেলায় মুগ্ধ শুভমন গিলের বাবালখবিন্দর সিংহও।

শুভমন গিল। ছবি: এএফপি।

শুভমন গিল। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
চণ্ডীগড় শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮ ১৯:৩৩
Share: Save:

বিশ্বকাপে লাগাতার ভাল পারফরম্যান্স। পাকিস্তানকে ধরাশায়ী করে ভারতকে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে তোলার পিছনেও রয়েছে তাঁর চওড়া ব্যাট। ক্রিকেটপ্রেমীদের তো বটেই, ছেলের খেলায় মুগ্ধ শুভমান গিলের বাবালখবিন্দর সিংহও।

মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে নেমে দুর্দান্ত শতরান (অপরাজিত ১০২ রান) করেন গিল। জাতীয় দলের জার্সিতে ছেলের নজরকাড়া পারফরম্যান্সে তাই উচ্ছ্বসিত গিলের বাবা।

ছেলের অনবদ্য শতরান দেখার পর পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লখবিন্দর বলেন, "ছোট থেকেই ক্রিকেটের প্রতি ওঁর আগ্রহ ছিল। তিন বছর বয়স থেকেই ক্রিকেট ছাড়া যেন কিছুই মাথায় ঘুরত না। ছেলের আজকের পারফরম্যান্সে আমি গর্বিত। দারুণ আনন্দ হচ্ছে।"

আরও পড়ুন: কপিল দেব একটাই জন্মায়: আজহারউদ্দিন

আরও পড়ুন: ম্যাচ রেফারির রিপোর্টে ‘খারাপ’ ওয়ান্ডারার্সের পিচ

ছোটবেলায় কেমন ছিল শুভমন? লখবিন্দরের মন্তব্য, "ছোটবেলায় কোনও খেলনা পছন্দ করত না শুভমন। বরং সব সময়ই ব্যাট-বল নিয়ে খেলতে ভালবাসত। সেগুলো নিয়েই থাকত। এমনকী, বিছানাতেও ওগুলোনিয়ে ঘুমতে যেত।"

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shubman Gill India U19 World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE