Advertisement
১৮ মে ২০২৪

হংকংয়ে শেষ আটে সিন্ধু, হার সাইনার

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই থেকে তিন নম্বরে নেমে যাওয়ার দিন পি ভি সিন্ধু সহজ জয় পেলেন জাপানের আইয়া ওহোরির বিরুদ্ধে।

আক্রমণাত্মক: শেষ আটে ওঠার পথে সিন্ধু। বৃহস্পতিবার। ছবি: এএফপি

আক্রমণাত্মক: শেষ আটে ওঠার পথে সিন্ধু। বৃহস্পতিবার। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ০৩:৫৭
Share: Save:

এক ভারতীয় কন্যার জয়, আর এক জনের হার। হংকং ওপেনে এমন মিশ্র ফলই মেয়েদের সিঙ্গলসে বৃহস্পতিবার দেখা গেল।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই থেকে তিন নম্বরে নেমে যাওয়ার দিন পি ভি সিন্ধু সহজ জয় পেলেন জাপানের আইয়া ওহোরির বিরুদ্ধে। ২১-১৪, ২১-১৭। ৩৯ মিনিটে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেন হায়দরাবাদি তারকা। এই নিয়ে জাপানি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তিন বার মুখোমুখি হয়ে তিন বারই জিতলেন সিন্ধু।

সিন্ধু জেতার পরে বিশ্বের দশ নম্বর সাইনা নেহওয়ালের লড়াই ছিল তাঁর চেয়ে র‌্যাঙ্কিংয়ে দু’ধাপ এগিয়ে থাকা চিনের চেন উফেইয়ের বিরুদ্ধে। কিন্তু তিনি সেই চ্যালেঞ্জে প্রথম গেমে এগিয়ে গিয়েও হেরে যান ২১-১৮, ১৯-২১, ১০-২১। প্রায় এক ঘণ্টা চলে এই ম্যাচ। এই প্রথম চিনা প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছিলেন সাইনা।

আরও পড়ুন: এক মুঠো স্বপ্ন নিয়ে ফুটবলে বিশ বীরাঙ্গনা

সাইনার পাশাপাশি বৃহস্পতিবার পুরুষদের সিঙ্গলসে হেরে গেলেন ভারতের এইচ এস প্রণয়ও। জাপানের কাজুমাসা সাকাইয়ের বিরুদ্ধে তিনি হারেন ২১-১১, ১০-২১, ১৫-২১। বিশ্বের ২৩ নম্বর সাকাই এই নিয়ে তিন বার মুখোমুখি হয়ে তিন বারই জিতলেন প্রণয়ের বিরুদ্ধে। বুধবার প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন পারুপাল্লি কাশ্যপ এবং সৌরভ বর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

P V Sindhu Saina Nehwal Badminton Hongkong Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE