Advertisement
২০ এপ্রিল ২০২৪

ভুবনেশ্বর, বুমরায় মুগ্ধ কোহালি

দলের বোলার ও ফিল্ডারদের প্রশংসা করে বিরাট বলেন, ‘‘বোলার, ফিল্ডার সবাই ভাল পারফরম্যান্স দেখিয়েছে। দু’জনেই ওরা (বুমরা ও ভুবনেশ্বর) বরাবরের মতো ভাল বোলিং করেছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৭ ০৩:৫৬
Share: Save:

ওয়াংখেড়েতে হারের পর পুণেয় জয়ে ফিরে খুশি ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহালি। বলেন, ‘‘উইকেট যেমন ভেবেছিলাম, তেমনই ছিল। উইকেট দেখে মনেই হয়েছিল, দিনের বেলায় একটু ধীরগতির হবে আর সন্ধেবেলা কিছুটা ভাল হবে। তাই হয়েছে।’’

দলের বোলার ও ফিল্ডারদের প্রশংসা করে বিরাট বলেন, ‘‘বোলার, ফিল্ডার সবাই ভাল পারফরম্যান্স দেখিয়েছে। দু’জনেই ওরা (বুমরা ও ভুবনেশ্বর) বরাবরের মতো ভাল বোলিং করেছে। ওরা জানে ওদেরই শুরু করতে হবে। এই ধীর গতির উইকেটেও ওরা যে ভাবে উইকেট নিয়েছে, তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছি।’’ দলের ব্যাটসম্যানদেরও প্রশংসা ভারত অধিনায়কের মুখে। বলেন, ‘‘ধবনের ব্যাটিং যেমন ভাল হয়েছে, তেমনই দীনেশেরও। ধবন ভল শট নিচ্ছে। ওকে যথেষ্ট আত্মবিশ্বাসীও মনে হচ্ছে। আর দীনেশ খুব গুরুত্বপূর্ণ কতগুলো রান দিয়েছে আমাদের। নিজের জন্য, দলের জন্যও।’’ সিরিজ আপাতত ১-১। সিরিজের শেষ ম্যাচেই হার-জিতের ফয়সালা হবে। সেই নিয়ে কোহালি বলেন, ‘‘আমরা এখন চ্যালেঞ্জের জন্য তৈরি। আগের ম্যাচেই জয়ে ফেরার কথা বলেছিলাম। জয়ে ফিরেছি। কানপুরে একই ধরনের ক্রিকেট খেলতে হবে আমাদের।’’

আরও পড়ুন: ম্যাচের আগেই পিচ-বিতর্ক

ম্যাচের সেরার পুরষ্কার নিয়ে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার বলেন, ‘‘মাথা ঠাণ্ডা রাখা ও আত্মবিশ্বাসী থাকাটা আমার চরিত্রের বৈশিষ্ট। কখনও এটা বদলানোর চেষ্টা করি না। আর অনুশীলনে যা করি, সেটাই ম্যাচে করে দেখানোর আপ্রাণ চেষ্টা থাকে। আজ নতুন বলে ভাল সুইং হচ্ছিল না, তাই ঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করছিলাম। আত্মবিশ্বাস থাকলে সবকিছুই সহজ হয়ে যায়। আজও তাই হয়েছে।’’ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন অবশ্য মেনে নিলেন তাঁরা যথেষ্ট রান করতে পারেননি। বলেন, ‘‘এটা ভারতের বোলারদের কৃতিত্ব। আমাদের শুরুর দিকের ব্যাটসম্যানদের ভাল কিছু করতে দেয়নি ওরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE