Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩

প্রত্যাবর্তনে পাঁচ উইকেট সোহেলের

চলতি সিরিজে তৃতীয় টেস্টে এসে প্রথম বার কোনও ডানহাতি পেসার খেলানো। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ১-১ অবস্থায় সিরিজের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টের প্রথম বল হওয়ার ঠিক আগে পাকিস্তান অধিনায়ক মিসবা-উল-হকের নেওয়া দু’টো ঝুঁকিই প্রথম দিনের শেষে চমৎকার কাজে দিয়েছে।

পাঁচ উইকেট নেওয়ার উৎসব সোহেল খানের। ছবি: রয়টার্স

পাঁচ উইকেট নেওয়ার উৎসব সোহেল খানের। ছবি: রয়টার্স

বার্মিংহাম শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ০৩:২৯
Share: Save:

চলতি সিরিজে তৃতীয় টেস্টে এসে প্রথম বার কোনও ডানহাতি পেসার খেলানো। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ১-১ অবস্থায় সিরিজের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টের প্রথম বল হওয়ার ঠিক আগে পাকিস্তান অধিনায়ক মিসবা-উল-হকের নেওয়া দু’টো ঝুঁকিই প্রথম দিনের শেষে চমৎকার কাজে দিয়েছে। দীর্ঘ পাঁচ বছর পরে টেস্ট ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন দারুণ ভাবে পালন করলেন সোহেল খান, ইংল্যান্ডের প্রথম ইনিংসের পাঁচ উইকেট একাই নিয়ে (৫-৯৬)। যার ধাক্কায় ইংল্যান্ড অল আউট তিনশোরও আগে। ২৯৭। এতটাও হত না, লোয়ার অর্ডারে সম্ভবত এই মুহূর্তে টেস্টে সবচেয়ে কার্যকরী ব্যাটসম্যান মইন আলি ৬৩ রান না করলে। ইংল্যান্ডের সর্বোচ্চ রান ব্যালান্সের ৭০। এজবাস্টনে গত এগারো বছরে প্রথম ব্যাট করা দল কখনও টেস্টে জেতেনি, এই পরিসংখ্যান হয়তো টস জেতার পর পাক ক্যাপ্টেনকে আগে ফিল্ডিংয়ে ইন্ধন জোগায়। এবং সোহেল-ই মিসবার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে তোলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE