Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sports news

আচমকা অবসর ঘোষণা সোমদেবের, মাত্র ৩১য়ে

বছরের প্রথম দিনই বড় ধাক্কা খেল ভারতীয় ক্রীড়া মহল। অবসর ঘোষণা করে দিলেন ভারতীয় টেনিসের উজ্জ্বল নক্ষত্র সোমদেব দেববর্মন। মাত্র ৩১ বছর বয়সে। যেখানে এখনও সাফল্যের সঙ্গে খেলে যাচ্ছে লিয়েন্ডার পেজের মতো তারাকা।

সোমদেব দেববর্মন। ছবি: পিটিআই।

সোমদেব দেববর্মন। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ১৪:৪৬
Share: Save:

বছরের প্রথম দিনই বড় ধাক্কা খেল ভারতীয় ক্রীড়া মহল। অবসর ঘোষণা করে দিলেন ভারতীয় টেনিসের উজ্জ্বল নক্ষত্র সোমদেব দেববর্মন। মাত্র ৩১ বছর বয়সে। যেখানে এখনও সাফল্যের সঙ্গে খেলে যাচ্ছেন লিয়েন্ডার পেজের মতো তারাকা। সেখানে সোমদেবের অবসরে বিস্মিত টেনিস দুনিয়া। যদিও চোটের জন্য মাঝে মাঝেই ছিটকে যেতে হয়েছে কোর্ট থেকে। বছরের অনেকটা সময়ই চোট-আঘাতে জর্জরিত থাকতে হত। যে কারণেই অবসর বলেই মনে করছে ক্রীড়া জগত। ২০১২তে প্রথম হাতে চোট পান। তার পর থেকেই বার বার ঘুরে ফিরে আসত এই চোট। ১ জানুয়ারির সকালে টুইট করে এই খবর নিজেই দেন সোমদেব। তিনি লেখেন, ‘‘২০১৭ অন্যরকম ভাবে শুরু করছি। পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। আমার পাশে থাকার জন্য, আমাকে ভালবাসার জন্য সবাইকে ধন্যবাদ।’’

সোমদেবের অবসরের সঙ্গেই জল্পনা বলছে এ বার কোচিংয়ে মনোনিবেশ করবেন তিনি। ২০০৮ এ শুরু। তখন থেকেই দেশের তারকা সিঙ্গল প্লেয়ারদের মধ্যে একজন তিনি। ভারতের হয়ে বেশ কিছু সাফল্যও রয়েছে তাঁর। ২০১১তে অর্জুন পুরস্কারও পেয়েছেন তিনি।

আরও খবর: মারিনের সঙ্গে নিজের শহরও প্রতিদ্বন্দ্বী সিন্ধুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Somdev Devvarman Tennis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE