Advertisement
১৭ এপ্রিল ২০২৪

অনুশীলন ম্যাচে গোল নেই সনির

বাহাত্তর ঘণ্টা পর আইজলের বিরুদ্ধে যুবভারতীতে আই লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। তার আগে সনি এবং ইউতা কিনোয়াকির শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য বুধবার বিকেলে একটি প্রস্তুতি ম্যাচ খেলল শঙ্করলাল চক্রবর্তীর দল।

সনি নর্দে।—ফাইল চিত্র।

সনি নর্দে।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ০৪:৫১
Share: Save:

চুক্তি সংক্রান্ত কাগজপত্র তৈরি হয়ে গেলে শুক্রবারই আই লিগে খেলার জন্য সনি নর্দেকে সই করানো হবে জানিয়ে দিলেন মোহনবাগান কর্তারা।

বাহাত্তর ঘণ্টা পর আইজলের বিরুদ্ধে যুবভারতীতে আই লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। তার আগে সনি এবং ইউতা কিনোয়াকির শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য বুধবার বিকেলে একটি প্রস্তুতি ম্যাচ খেলল শঙ্করলাল চক্রবর্তীর দল। সদ্য প্রিমিয়ার লিগে ওঠা কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে। মোহনবাগান দু’গোলে জিতলেও সনি সেভাবে নজর কাড়তে পারেননি। গোলও পাননি। দুটি গোল করেন দিপান্দা ডিকা এবং হেনরি কিসেক্কা। এর মধ্যে ডিকার গোলটি পেনাল্টি থেকে। ম্যাচ দেখতে এ দিন মাঠে এসেছিলেন অনেক সমর্থক। সনির খেলা দেখে তাদের মন ভরেনি। বরং নজর কেড়েছেন ইউতা। ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলান সবুজ মেরুন কোচ। সনি এবং ইউতা খেলেন প্রথমার্ধে। ইউতার চেয়ে সনিকে বেশিক্ষণ মাঠে রাখা হয়েছিল। সনিকে সই করানোর কথা বললেও ইউতার ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি কর্তারা। তবে শনিবার পাহাড়ি দলের বিরুদ্ধে সনিকে কোচ খেলাবেন কী না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ওমর এলহুসেইনি ভাল খেলেছেন অনুশীলন ম্যাচে।

ভাইস প্রেসিডেন্ট চুনী: মোহনবাগান কর্মসমিতির সভায় আইনজীবী গীতানাথ গঙ্গোপাধ্যায়কে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হল। ছয় জন ভাইস প্রেসিডেন্টও বেছে নেওয়া হয় বুধবার। সেখানে রাজ্যের মন্ত্রী, ক্লাবের পুরানো কর্তাদের পাশাপাশি বড় চমক কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামীর অন্তর্ভুক্তি। ঘরের ছেলেকে আজীবন সদস্যপদ দিয়ে ভাইস প্রেসিডেন্ট করা হল। চুনী এর আগেও নানা ভাবে মোহনবাগান প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে কাজে লাগাতে চান ক্লাবের কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football I League Mohun Bagan Sony Norde
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE