Advertisement
২৪ মার্চ ২০২৩

মেন্টরের ভূমিকায় সনি

কাগজে কলমে এখনও চ্যাম্পিয়নশিপের আশা শেষ হয়ে যায়নি। তাই আইজল এফসি-র বিরুদ্ধে আই লিগে হারের ধাক্কা কাটিয়ে ফুটবলারদের চাঙ্গা করতে আসরে নেমে পড়লেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন।

সড়কে: ইডেনের জিমে ট্রেনিং করে ফিরছেন সনি। ছবি: সুদীপ্ত ভৌমিক

সড়কে: ইডেনের জিমে ট্রেনিং করে ফিরছেন সনি। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০৪:২২
Share: Save:

কাগজে কলমে এখনও চ্যাম্পিয়নশিপের আশা শেষ হয়ে যায়নি। তাই আইজল এফসি-র বিরুদ্ধে আই লিগে হারের ধাক্কা কাটিয়ে ফুটবলারদের চাঙ্গা করতে আসরে নেমে পড়লেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন।

Advertisement

ফুটবলারদের চনমনে রাখতে সবুজ-মেরুন শিবিরের কোচ মেসি থেকে রামকৃষ্ণ, এমনকী গুরুজন বিয়োগের প্রসঙ্গও টানছেন। যা নিজেই স্বীকার করে বলছেন, ‘‘হারার জন্য যন্ত্রণা তো থাকবেই। কিন্তু তা থেকে বেরিয়ে আসতে হবে। ছেলেদের বললাম, পরিবারে গুরুজনবিয়োগ হতে পারে। কিন্তু সেই ধাক্কাও কাটিয়ে ওঠে সবাই। আইজল ম্যাচ ভুলে যাও। আমাদের লক্ষ্য হোক, শেষ ম্যাচে চেন্নাই সিটি এএফসি-র বিরুদ্ধে জিতে ফেরা। আই লিগে এখনও অনেক কিছুই হতে পারে।’’

এখানেই না থেমে সঞ্জয় সেন আরও বলেন, ‘‘কোপা আমেরিকায় হারের পর মেসি জাতীয় দলের হয়ে আর খেলবে না বলেছিল। পরে সেই শোক সামলে তো ফিরেও এসেছে আর্জেন্তিনার হয়ে খেলার জন্য। ছেলেদের এই উদাহরণটাও দিয়েছি।’’

মোহনবাগান কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল আইজলের কাছে হারের পর মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা এখনও কতটা। উত্তরে রামকৃষ্ণের বাণী আওড়ে সঞ্জয়ের জবাব, ‘‘চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা এখন আমাদের হাতে নেই। আর রামকৃষ্ণ বলেছেন যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে ভেবো না। তাই ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে তিন পয়েন্ট আনতেই মনোনিবেশ করছি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.