প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট ও প্রাক্তন জাতীয় অধিনায়ক সৌরভ লিখেছেন, ‘আপনার অবদান বিশাল। এ বার শান্তিতে থাকুন’। সৌমিত্রর সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন তিনি।
রবিবার দুপুর সওয়া ১২টায় মধ্য কলকাতার বেলভিউ নার্সিংহোমে বাংলা ছবির প্রবীণ অভিনেতার মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেপ্টেম্বরে বেলভিউয়ে ভর্তি হন এই প্রবীণ অভিনেতা। ক্যানসার ছাড়াও একাধিক কোমর্বিডিটি ছিল তাঁর। তার জেরে সময়ের সঙ্গে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। তবুও প্লাজমা থেরাপি, শ্বাসনালিতে অস্ত্রোপচার-সহ নানা ভাবে অভিনেতাকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকেরা। সব চেষ্টা ব্যর্থ হয় রবিবার দুপুরে।
আরও পড়ুন: ভারতের সর্বকালের অন্যতম সেরা পেসার হবে বুমরা, মনে করেন প্রাক্তন তারকা অজি পেসার
আরও পড়ুন: আজ থেকে ঠিক ৩১ বছর আগে... সচিনের ছবি পোস্ট করল বিসিসিআই
প্রিয় অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে বাংলা। শোকবার্তা আসতে থাকে একের পর এক। সৌরভও শেষ শ্রদ্ধা জানান সোশ্যাল মিডিয়ায়।
U have done so much ..u can rest in peace ... pic.twitter.com/MoASWLUsqQ
— Sourav Ganguly (@SGanguly99) November 15, 2020