Advertisement
E-Paper

বিশ্বকাপে এই ক্রিকেটারের বোলিং কার্যকরী হবে, বলছেন সৌরভ

তরুণ ক্রিকেটারের উপরে আস্থা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি মনে করছেন বিশ্বকাপে ভাল পারফরম্যান্স তুলে ধরবেন এই ক্রিকেটার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৯:৪০
সৌরভের আস্থা রয়েছে বিজয় শঙ্করের উপরে। — ফাইল চিত্র।

সৌরভের আস্থা রয়েছে বিজয় শঙ্করের উপরে। — ফাইল চিত্র।

বিশ্বকাপে বিজয় শঙ্করের বোলিং কাজে আসবে ভারতের। দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায় সানরাইজার্স হায়দরাবাদ অলরাউন্ডারের উপরে পুরোদস্তুর আস্থা রাখছেন।

ভারতের বিশ্বকাপ দল ঘোষণার পরে বিজয় শঙ্করকে নিয়ে কম বিতর্ক হয়নি। অম্বাতি রায়ুডুকে না নিয়ে তাঁর জায়গায় সুযোগ দেওয়া হয়েছে বিজয় শঙ্করকে। নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ সাংবাদিক বৈঠকে জানান, ‘থ্রি ডাইমেনশনাল’ স্কিলের জন্যই বিজয়কে নেওয়া হয়েছে। ‘থ্রি ডাইমেনশনাল’ বলতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের কথা বুঝিয়েছিলেন প্রসাদ। প্রসাদের এ হেন বক্তব্যের পরে রায়ুডু নির্বাচক প্রধানকে কটাক্ষ করে টুইটারে পোস্ট করেন, ‘‘থ্রি ডি চশমার অর্ডার দিয়েছি। থ্রি ডি চশমা পরে বিশ্বকাপ দেখব।’’

সেই বিতর্কের জের এখন আর নেই। সৌরভ ভারতের অলরাউন্ডার বিজয় শঙ্কর প্রসঙ্গে বলেন, ‘‘ও তরুণ ক্রিকেটার। বিশ্বকাপে ভাল করবে। ওর বোলিং কাজে লাগবে। বিজয় সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ না করাই ভাল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ভাল খেলেছে বিজয়। সেই কারণেই ওকে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে।’’

আরও খবর: ফিল্ডিং করতে নেমে গেইল দিলেন গোল, দেখুন সেই ভিডিয়ো

আরও খবর:আইপিএলে সৌরভ ছড়াচ্ছে দিল্লি, রহস্য ফাঁস করলেন মহারাজ

বিজয় শঙ্করের পাশাপাশি ঋষভ পন্থকে নিয়েও বিতর্ক কম হয়নি। ঋষভের জায়গায় দলে নেওয়া হয় অভিজ্ঞ দীনেশ কার্তিককে। বাঁ হাতি ঋষভের জন্য সৌরভের পরামর্শ, বিশ্বকাপ দলে জায়গা না হওয়ায় পন্থ যেন হতাশ হয়ে না পড়েন। তাঁর বয়স কম। একাধিক বিশ্বকাপ খেলার সুযোগ থাকছে দিল্লি ক্যাপিটালস উইকেটকিপারের। এ বারের আইপিএলে নাইট রাইডার্সের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব পুরোদস্তুর ব্যর্থ। হতশ্রী পারফরম্যান্সের জন্য কুলদীপকে ডাগ আউটে পর্যন্ত বসতে হয়েছে।

নিন্দুকেরা বলেছেন, কুলদীপের খারাপ পারফরম্যান্স বিশ্বকাপে চিন্তায় ফেলবে বিরাট কোহালিকে। সৌরভ মানতে চান না। তিনি বলেন, ‘‘ইডেনের পিচে কেউই ভাল বল করতে পারেনি। কুলদীপ দারুণ প্রতিভাবান ক্রিকেটার। আমরা অনেক সময়ে বোলারকে টি টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে বিচার করি। এটা একদমই ঠিক নয়। কুলদীপ অবশ্যই ঘুরে দাঁড়াবে বিশ্বকাপে।’’

Sourav Ganguly Vijay Shankar World Cup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy