Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৮ ডিসেম্বর ২০২১ ই-পেপার

রোহিত ওপেন করায় খুশি বোর্ড প্রেসিডেন্ট

নিজস্ব সংবাদদাতা
২২ অক্টোবর ২০১৯ ০৪:২৬
রোহিত শর্মা টেস্টে ওপেন করায় খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়।—ছবি এএফপি।

রোহিত শর্মা টেস্টে ওপেন করায় খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়।—ছবি এএফপি।

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিতে পারেন বিরাট কোহালি। তবে ২৪ অক্টোবর দল নির্বাচনী বৈঠকে যে নতুন বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে বিরাট-সাক্ষাৎ হতে চলেছে, সে বিষয়ে নিশ্চিত সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট আসন্ন সিরিজে খেলবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচনী বৈঠকের দিনেই।

সৌরভ আগেই বলেছিলেন, নির্বাচনী বৈঠকে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গেই বিরাটকে জিজ্ঞাসা করা হবে, তিনি বিশ্রাম চান কি না। সোমবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিল বৈঠক শেষে নতুন বোর্ড প্রেসিডেন্ট বলেন, ‘‘বিরাটকে দল নির্বাচনী বৈঠকে আসতে বলা হয়েছে। আশা করি, ও উপস্থিত থাকবে।’’ বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কি তাঁকে খেলার জন্য অনুরোধ করা হবে? সৌরভের উত্তর, ‘‘দেখা যাক। অধিনায়কের সঙ্গে কথা হবে। একজন বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে একজন অধিনায়কের যে রকম কথা হয় সে রকমই কথা বলব। আমিও তো এক সময় অধিনায়ক ছিলাম। সেটা মাথায় রেখেই কথা হবে।’’

টেস্টে ভারতের পারফরম্যান্সে মুগ্ধ নতুন বোর্ড প্রেসিডেন্ট। বিশেষ করে প্রশংসা করেছেন মহম্মদ শামি, উমেশ যাদব ও রোহিত শর্মার। কেমন লাগল হিটম্যানের ইনিংস? সৌরভের কথায়, ‘‘রোহিত অসাধারণ ব্যাটসম্যান। আমি খুব খুশি যে ও টেস্টে ওপেন করছে।’’ রোহিতকে টেস্টে ওপেন করানোর দাবি প্রথম তোলেন সৌরভ। চলতি সিরিজে ওপেন করে ইতিমধ্যে দু’টি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন। ভেঙেছেন একাধিক রেকর্ড। রোহিতের সঙ্গেই দুরন্ত প্রত্যাবর্তন উমেশ যাদবের। পুণেয় দুই ইনিংসে ছয় উইকেট নেওয়ার পরে রাঁচীতেও তিনি ভয়ঙ্কর। তৃতীয় দিনের শেষে দুই ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে পাঁচ উইকেট। ভারতীয় পেসারের দাপট বিপক্ষের আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে দিয়েছে। ঘরের মাঠেও কী ভাবে এত সফল ভারতীয় পেসার? সৌরভের ব্যাখ্যা, ‘‘অসাধারণ প্রত্যাবর্তন ওর। ভারতের পিচ থেকে সে রকম বাউন্স পাচ্ছে না। তাই লেংথে পরিবর্তন করে এত ভয়ঙ্কর হয়ে উঠেছে ও।’’

Advertisement

আর মহম্মদ শামি? সৌরভ বলে দেন, ‘‘ওকে নিয়ে আর কী বলব। গত দেড় বছরে অন্য বোলার হয়ে উঠেছে ও। এই ভারতীয় দলটাও অপূর্ব।’’

আরও পড়ুন

Advertisement